শেখ হাসিনাকে হ’ত্যাচেষ্টাকারী পাগ’লা মিজানের অ’বৈধ সম্পদের পাহাড়!

0

সময় এখন ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগ’লা মিজানের অ’বৈধ সম্পদের তথ্য একে একে বেরিয়ে আসছে।

১৯৯৬ সালে মোহাম্মদপুরের লালমাটিয়ার ‘বি’ ব্লকে পাগ’লা মিজান সরকারি জমি দখ’ল করে স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্স গড়ে তোলেন। ৩টি প্লটে নির্মিত ৬ তলা ৩টি ভবনের মধ্যে ২টির মালিক তিনি। ২টি ভবনে তার ২৫টি ফ্ল্যাট রয়েছে।

অন্যগুলো তিনি বিক্রি করে দিয়েছেন। কমপ্লেক্সের অপর ভবনের মালিক লুৎফর রহমান। মিজানের কাছ থেকে প্লট কিনে তিনি ভবন নির্মাণ করেছেন।

মোহাম্মদপুরে সরকারি জমিতে তিনি ২টি ভবন নির্মাণ করেছেন। ভবন ২টিতে তার ২৫টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া নয়াপল্টনে মিজানের মালিকানাধীন ৬ তলা বাড়ি, মোহাম্মদপুরে ১০ কাঠা ও গাজীপুরে ৩৫ কাঠার প্লট রয়েছে। শুক্রবার গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসা’বাদে তিনি এসব তথ্য জানান।

মানিলন্ডারিং আইনে করা মামলায় শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাগ’লা মিজানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। সোমবার ছিল রিমান্ডের ২য় দিন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. গিয়াস উদ্দিন বলেন, মিজানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা’বাদ করা হচ্ছে। এরই মধ্যে তিনি অনেক তথ্য দিয়েছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করা হচ্ছে।

জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় পাগ’লা মিজান একজন দখ’লবাজ হিসেবে পরিচিত। স্বপ্নপুরীর হাউজিং কমপ্লেক্সের সামনের মাঠটিও তিনি দখলে নিয়েছেন।

মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে ৩০ কাঠার একটি প্লট দখল করে গড়ে তুলেছেন মার্কেট। এছাড়া মোহাম্মদপুর সমবায় মার্কেট ও জেনেভা ক্যাম্পের টোল মার্কেটও তার দখ’লে। সিটি কর্পোরেশনের নাম করে এসব মার্কেট থেকে তিনি মোটা অঙ্কের চাঁদা তোলেন।

র‌্যাব বলছে, ১৫ বছর ধরে মিজানের কোনো বৈধ আয়ের উৎস নেই। অথচ এ সময় তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসেও তিনি বাড়ি কিনেছেন। বিভিন্ন মার্কেট দখল করে চাঁদা’বাজি এবং ফুটপাতে চাঁদা’বাজি করতেন মিজান।

৩২ নম্বর ওয়ার্ডে কোনো নির্মাণ কাজ করতে হলে তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। জেনেভা ক্যাম্পে মা’দক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

মানিলন্ডারিং আইনের মামলার তদন্ত সংস্থা সিআইডি বলছে, মিজান জিজ্ঞাসা’বাদে তার সম্পদের আংশিক তথ্য দিয়েছেন। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া সম্পদের সঙ্গে তার দেয়া তথ্যের মিল নেই।

শেয়ার করুন !
  • 639
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!