সময় এখন ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যার ঘটনায় ডিপ্লোম্যাটদের দেয়া বিবৃতিকে ‘অ’হেতুক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এ ঘটনায় তাদের পদক্ষেপ বন্ধ করা উচিত জানিয়ে তিনি বলেন, আবরার ফাহাদ হ’ত্যার ঘটনায় বিবৃতি দিয়ে ডিপ্লোম্যাটরা শিষ্টা’চার ল’ঙ্ঘন করেছেন। অ’হেতুক এটা করেছেন তারা।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
ড. মোমেন বলেন, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে প্রায়ই ঘটে। গতকালও (১৪ অক্টোবর) নিউইয়র্কে একটি রেস্টুরেন্টে হামলায় ৪ জন নিহত হয়েছেন, ৮ জন আহতও হন। কয়েকদিন আগে টেক্সাসেও অনেকে নিহত হয়েছেন। নিউইয়র্কে তো পলাতক ওই ব্যক্তিকে ধরতেই পারল না। কাউকেই ধরতে পারেনি। জাতিসংঘ এটা নিয়ে কোনো বিবৃতি দেয় না।
স্কুলের বাচ্চাদের মে’রে ফেলল। তাও কেউ বিবৃতি দেয় না। বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে, সরকার সঙ্গে সঙ্গে তার বিরু’দ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে। স্বীকার করতেই হবে। প্রথম দিনই সরকার বলেছে, এ ঘটনায় জড়িতদের কঠিন শা’স্তি দেয়া হবে। তারপরও এ সব কীসের জন্য?
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডেও ৫১ জনকে হ’ত্যা করা হল। এর মানে এই নয় যে, দেশটির সরকারের ঘা’টতি ছিল; নিউজিল্যান্ডে সুশাসন ছিল না বা আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল না।
ওই ঘটনায় আমরা (বাংলাদেশ) দুঃখ প্রকাশ করেছি। অথচ এখানে (বাংলাদেশে) একটু কিছু হলেই বিবৃতি দেয়া হয়। এখানে আমাদের দায়ী করার প্র’বণতা আছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত।
সরকার হঠাতে আর ক’টাদিন সবুর করতে হবে: মওদুদ
সরকার হঠাতে ‘আরও কিছুদিন অপেক্ষা’ করতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, রাজপথে আন্দোলনে গণবি’স্ফোরণ ঘটবে।
মঙ্গলবার ২০ দলীয় জোটের উদ্যোগে এক স্মরণসভায় তিনি বলেন, অনেকে মনে করেন আর কতদিন। এতদিন তো স’হ্য করেছি। আমাদের আরও কিছুদিন স’হ্য করতে হবে। কিন্তু সময় আসবে। এমন একটি সময় আসবে যখন এ দেশের এই জা’লেম সরকারকে উৎ’খাত করার জন্য গণবি’স্ফোরণ ঘটবে বলে আমি মনে করি।
খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে আমি মনে করি না। সুতরাং এর অব’সান একমাত্র হতে পারে রাজপথে। রাজপথে আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি হবে, প্যারোলের মাধ্যমে নয়। এই মুক্তি আমাদের আনতে হবে। এটা এখন সময়ের ব্যাপার।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের স্মরণে এই স্মরণসভা হয়। জোটের নেতাকর্মী এ সময় কালো ব্যাজ ধারণ করেন।
236