সতর্কতা: আবারও ধেয়ে আসছে সেই র‍্যানসামওয়্যার!

0

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ডেস্ক:

র‍্যানসামওয়্যার একটা ক্ষ’তিকর অ্যাপ্লিকেশন এবং এটি যে কারো সিস্টেম থেকে তার গোপন তথ্য, ফাইল চুরি করে সিস্টেমকে ক্ষ’তিগ্রস্ত করতে পারে।

হ্যাকাররা র‍্যানসামওয়্যার আক্র’মণ করে থাকে ভিক্টিমদের গোপন তথ্য চুরি করে তাদের সিস্টেম অকেজো করে তার তথ্যের বিনিময়ে বড় অংকের বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি দাবি করে থাকে।

এছাড়া ফাইলগুলোকে এমনভাবে এনক্রিপ্টেড করে দেয় যাতে করে একজন সাধারণ ইউজার ফাইলগুলোকে ডিক্রিপ্ট করতে চাইলেও পারে না এবং সেগুলো এমনভাবে ন’ষ্ট হয় যে অনেকাংশই উদ্ধার করা একেবারেই অ’সম্ভব হয়ে যায়।

২০১৭ সালে ওয়ানাক্রাই র‍্যানসামওয়্যার আক্র’মণের পরে ২০১৮ সালেই বিশ্বের সব থেকে শক্তিশালী র‍্যানসামওয়্যার হিসেবে সাইবার জগতে প্রবেশ করে “GandCRAB” নামের র‍্যানসামওয়্যার।

২০১৭ সালে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ)-এর ডিজিটাল ফরেনসিক হেড ইশরাক হাসান নাবিল তার ম্যালওয়্যার নিয়ে রিসার্চের অংশ হিসেবে অগ্রিম হাম’লা হাওয়ার আশ’ঙ্কা করেছিলেন এবং এটি মোকাবেলা সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে কী করা যেতে পারে তা জানিয়েছিলেন।

২০১৮ সালে বিশ্বে “গ্যান্ডক্রাব” আক্র’মণ করার পরপরই ২০১৮ সালের মাঝামাঝি দিকে এটি আরও ভয়’ঙ্কর রূপ ধারণ করে সাইবার জগত “গ্যান্ডক্রাব ২.০” হিসেবে আবার প্রবেশ করে। গ্যান্ডক্রাব ২.২ এর পর ম্যালওয়্যার ডেভেলপাররা ডার্কওয়েবের ফোরাম থেকে গ্যান্ডক্রাবের আপডেট বন্ধ করে দেয়।

কিন্তু ২০১৯ সালের সেপ্টেম্বরের শুরুর দিকেই তাদের ফোরাম আবার সক্রিয় দেখা যায় এবং তারা সবাইকে চমকে দিয়ে গ্যান্ডক্রাব এবিএফ ২.২ এর পর এবার গ্যান্ডক্রাব ৬.০ নিয়ে বাজারে হাজির হয়েছে।

ক্রাফের ডিজিটাল ফরেনসিক হেড ইশরাক হাসান নাবিল এ সম্পর্কে বলেন, ভার্সন ৬.০ এর প্রতি’ষেধক হয়তোবা ফাইল পুন’রুদ্ধার করার ক্ষেত্রে খুব একটা কার্যকর হবে না, সেটিকে ম্যানুয়ালি ডিক্রিপ্ট করতে হবে। তবে এখনই কোনো হাম’লার আশ’ঙ্কা করা যাচ্ছে না। হাম’লার আশ’ঙ্কা থাকলে সেটা পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এ ধরনের র‍্যানসামওয়্যার মোকাবেলা সম্পর্কে নাবিল বলেন, সিস্টেমকে এই আক্র’মণ থেকে নিরাপদ রাখতে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। সেগুলো হচ্ছে-

১. সন্দেহজনক কোন ফাইল থাকলে সেটিকে www.virustotal.com এ স্ক্যান করে নিন।
২. ক্র্যাক সফটওয়্যার / অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না।
৩. ই-মেইলের মাধ্যমে অন্য কোন ফাইল এসে থাকলে আগে কে পাঠিয়েছে নিশ্চিত করুন।
৪. সব সময়ের অপারেটিং সিস্টেম আপডেট করুন।

৫. ডার্কওয়েবে প্রবেশ করা থেকে বিরত থাকুন।
৬. এই ধরনের ভাইরাসের আক্র’মণের শি’কার হলে না ঘাবড়ে পেয়ে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করবেন।
৭. মূল্যবান ডেটা সব সময়ই ব্যাকআপ রাখবেন।
৮. ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকুন কারণ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন আইনত অপরাধ।

৯. প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ক্ষ’তিগ্রস্ত হওয়া পিসির মাধ্যমে যেন অন্যগুলোতেও না ছড়ায় সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
১০. নিরাপদ থাকতে ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার টুলস ব্যবহার করুন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!