বিএনপির প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে আ’লীগের মেয়র তুহিন

0

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন পৌরসভার নবনির্বাচিত মেয়র এমদাদুল ইসলাম তুহিন বিজয়ের পর তার প্রতি’পক্ষ বিএনপির প্রার্থী সোহেল আজিজ শাহিনের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে সৌহার্দপূর্ণ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করলেন।

মঙ্গলবার সকালে তিনি দলীয় নেতাকর্মীসহ সোহেল আজিজ শাহিনের বাড়িতে মিষ্টি নিয়ে গেলে উভয় উভয়কে মিষ্টি খাইয়ে দেন।

এ সময় বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন সবাইকে নিয়ে লালমোহন পৌরসভার উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

বিএনপি প্রার্থী সোহেল আজিজ শাহিনও তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

উল্লেখ্য, মামলাজনিত কারণে দীর্ঘ ৯ বছর পর সোমবার লালমোহন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমদাদুল ইসলাম তুহিন ১১ হাজার ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতি’পক্ষ বিএনপি প্রার্থী সোহেল আজিজ শাহিন পান ২ হাজার ৩০৪ ভোট।

কুমিল্লায় কাউন্সিলরের বাড়িতে ১২ ফুট লম্বা অজগর

কুমিল্লার হোমনায় ১২ ফুট লম্বা পাহাড়ি অজগরের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে হোমনা পৌরসভার ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামের আবুল হোসেন কাউন্সিলরের বাড়ির খড়ের গাদার নিচ থেকে এলাকার লোকজন অজগরটি আটক করে।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসলে অজগরটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। চিকিৎসা শেষে অজগরটিকে কুমিল্লা চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, অজগর সাপটিকে আবুল হোসেন কাউন্সিলরের খড়ের গাদার আড়ালে দেখতে পায় লোকজন। প্রথমে এটা কি সাপ চিনতে না পেরে আহত করে খড়ের নিচ থেকে বের করে দেখা গেল বিশাল আকৃতির অজগর সাপ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাপটি প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম বলেন, গত রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের বাগমারা গ্রাম থেকে আহত অবস্থায় একটি অজগর উদ্ধার করে অফিসে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলায় প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!