খুলনা প্রতিনিধি:
খুলনার বর’খাস্ত হওয়া সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা আত্ম’সাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা সবুরের মোড় এলাকার নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, খুলনা কর অঞ্চলের ১০নং সার্কেলের সাবেক সহকারী কর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ অভিনব কায়দায় বিভিন্ন সার্কেলে কর্মরত অবস্থায় করদাতাদের দেয়া ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্ম’সাৎ করেন।
২০১৭ সালের ৯ মার্চ থেকে ২০১৯ সালের ১৭ এপ্রিলের মধ্যে ব্র্যাক ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংকের মাধ্যমে তিনি এই আত্ম’সাৎ কার্যক্রম করেন।
এ ঘটনার পর কর কমিশনার কার্যালয়ের আভ্যন্তরীণ তদন্তে মেজবাহের বিরু’দ্ধে অভিযোগের প্রমাণ মেলার পর তাকে সাময়িক বহি’স্কার করা হয়।
এ ঘটনায় গত ২১ জুলাই খুলনার কর অঞ্চলের উপ-করকশিনার খন্দকার মো. তারিফ উদ্দিন উপ-পরিচালক দুদক বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি আমলে নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে গত ১৩ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. শাওন মিয়া মেজবাহকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী মো. শাওন মিয়া জানান, সবকিছু যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা মিলেছে। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমেই তার বিরু’দ্ধে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে।
ইলিশ কিনে কারাগা’রে চেয়ারম্যান!
নিষে’ধাজ্ঞা অ’মান্য করে মা ইলিশ ক্রয়ের দায়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ ঢালীসহ (৬৫) ২৫ ক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ’ণ্ড এবং অ’প্রাপ্তবয়স্ক হওয়ায় ৩ জনকে ৫ হাজার টাকা করে জরি’মানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, বুধবার ভোরে উপজেলার গারুরগাঁও এলাকার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হলে মা ইলিশ কেনার দায়ে উপজেলার আউটশাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ ঢালীসহ ২৮ জনকে আটক করা হয়।
এ সব অভিযানে ৮০০ কেজি মা ইলিশ ও ১৫ হাজার মিটার কারেন্ট ও নেট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। আর জালগুলো পুড়িয়ে ফেলা হয়।