পাবনা প্রতিনিধি:
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার দায়ে এবার ভাড়াসহ জরি’মানা গুণতে হলো বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের গার্ড ও রেল পরিচালক রুবেল আলীকে।
বৃহস্পতিবার খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে রাজশাহী অভিমুখী আন্তঃনগর ৭১৫ নং (আপ) কপোতাক্ষ এক্সপ্রেসের ঈশ্বরদী জংশন স্টেশনের ২ নং প্লাটফরমে এ ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে ট্রেন যাত্রীদের সুষ্ঠু রেলসেবা পৌঁছে দেয়ার জন্য অভিযান পরিচালনা করছিল পাকশী রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে রাজশাহী অভিমুখী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পরিচালক রুবেল আলী কোনো পাস বা টিকিট দেখাতে না পারায় ঈশ্বরদী থেকে রাজশাহী পর্যন্ত তার কাছ থেকে ভাড়াসহ জরি’মানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়া জানান, যে কোনো রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ট্রেনে উঠলে পাস অথবা টিকিট থাকতে হবে। বিনা টিকিটে ভ্রমণ দ’ণ্ডণীয় অপরাধ।
তিনি আরও জানান, ওই ট্রেনের পরিচালক রুবেল আলী পাস কিংবা টিকিট কোনোটাই দেখাতে পারেননি। তাই জরি’মানাসহ ভাড়া আদায় করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার অপরাধে জরি’মানাসহ ভাড়া আদায় করা হয় ঈশ্বরদী থানা পুলিশের এসআই আশরাফুল ইসলামের কাছ থেকে।
এবার চালকহীন পাবনা এক্সপ্রেস চলে গেল রাজশাহীতে!
চালক ছাড়াই ঈশ্বরদী থেকে রাজশাহী গেছে পাবনা এক্সপ্রেস ট্রেনটি। গত রোববার এ ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীতে। এ ঘটনায় দায়ী ৩ জনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ।
তারা হলেন- পাবনা এক্সপ্রেস ট্রেনের চালক লোকোমাস্টার (এলএম) আসলাম উদ্দিন খান মিলন, ওই ট্রেনের সহকারী লোকোমাস্টার (এএলএম) আহসান উদ্দিন আশা এবং ট্রেনের পরিচালক (গার্ড) আনোয়ার হোসেন-২।
জানা যায়, পাবনা এক্সপ্রেস ট্রেনের চালক আসলাম উদ্দিন খান মিলন নিজে ট্রেনে না উঠে তার সহকারী আহসান উদ্দিন আশাকে দিয়ে রোববার ট্রেনটি ঈশ্বরদী থেকে পাবনা হয়ে রাজশাহী পাঠান। এ ঘটনাটি ট্রেনের গার্ড জানলেও তিনি রেল কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে সহকারী এলএমকে নিয়ে ট্রেনটি পরিচালনা করেছেন।
এ খবর জানার পর বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ্ আল-মামুন ট্রেনের গার্ডকে এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই লোকো) আশিষ কুমার চক্রবর্তী চালক ও সহকারী চালককে সাসপেন্ড করার নির্দেশ দেন।
পাকশী বিভাগীয় রেলের এই ২ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন সময়মতো না ছাড়লেও একজন পূর্ণাঙ্গ চালক (এলএম) ছাড়া কোনো ট্রেন চালানোর সুযোগ রেলওয়েতে নেই। যেটি রোববার পাবনা এক্সপ্রেস ট্রেনে ঘটেছে।