আবুধাবিতে মিলল ৮ হাজার বছরের পুরনো গোলাপি মুক্তা!‍

0

বিশ্ব বিচিত্রা ডেস্ক:

৮ হাজার বছর আগে ঝিনুকের বুকে জন্ম নেয়া গোলাপি আভায় ঝলমলে বিশ্বের প্রাচীনতম মুক্তার দেখা মিলেছে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে।

প্রত্নতাত্ত্বিকদের দাবি, নিওলিথিক যুগের এই অমূল্য রত্ন সময়কে হারিয়ে সৌন্দর্যে আজও পূর্ণ যৌবনা।

সম্প্রতি মারওয়াহ দ্বীপে খননের সময় একটি ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা এ ঐশ্বর্যের সন্ধান পাওয়া যায়। প্রাচীনতম স্থাপত্যের সঙ্গে সঙ্গে খোঁজ মেলে এই দুর্লভ প্রাকৃতিক মুক্তার।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন দপ্তর জানিয়েছে, যে স্তর থেকে মুক্তাটির দেখা মিলেছে, সেটি প্রায় খ্রিস্টপূর্ব ৫৮০০-৫৬০০ আমলের।

এর আগে মারওয়াহ দ্বীপে খননের সময় অসংখ্য ভে’ঙে পড়া নিওলিথিক আমলের পাথরের স্তম্ভ এবং পাথরের তৈরি জপমালা, নকশাকাটা তীর চিহ্নও পাওয়া গেছে। এই মুক্তা প্যারিসের জাদুঘরে প্রথমবার দর্শকদের সামনে নিয়ে আসা হবে আগামী ৩০ অক্টোবর।

বিশেষজ্ঞদের বিশ্বাস, নিওলিথিক যুগে মুক্তার বিনিময়ে মেসোপটেমিয়া-ইরাক-সিরামিক দেশের লোকেরা জিনিস কেনাবেচা করত।

আর মুক্তার গহনার কথা কে না জানে! পাশাপাশি মুক্তাশিল্প এক সময় আরব আমিরাতের অর্থনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

১৯৩০ সাল থেকে জাপানেও এই শিল্প জনপ্রিয় হলে ধ্ব’স নামে আরব আমিরাতের অর্থনীতিতে। উপসাগরীয় দেশ তখন আশ্রয় নেয় তেল আমদানি-রপ্তানিতে।

হংকংয়ের রাস্তায় পুলিশের জলকামান নি’ক্ষেপ

হংকংয়ের কাউলুন ডিস্ট্রিক্টের এক মসজিদের সামনে রাস্তায় জলকামান দিয়ে পানি ছিটিয়েছে পুলিশ।

রোববার রাতে ওই অঞ্চলে অ’ব্যাহত বিক্ষো’ভের সময় মসজিদের সামনের গেটে কয়েকজন ধর্মীয় নেতা ও সাংবাদিকদের সমাবেশকে লক্ষ্য করে নীল পানি ছোঁড়ে পুলিশ।

গত প্রায় ৫ মাস ধরে টানা বিক্ষো’ভের মধ্যে এটি ছিলো সবচেয়ে মা’রাত্মক। পুলিশ বিক্ষো’ভকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাসও ছোঁড়ে।

এ ঘটনায় সোমবার মুসলিম নেতাদের কাছে ক্ষ’মা চেয়েছেন হংকংয়ের নির্বাহী প্রধান ক্যারি লাম। টোকিওর সম্রাট নারিহিতোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ধর্মীয় নেতাদের কাছে ক্ষমা চান তিনি।

লামের সঙ্গে সাক্ষাৎ শেষে মসজিদের ইমাম মোহাম্মাদ আরশাদ বলেছেন, লামকে ক্ষ’মা করে দেয়া হয়েছে। মুসলিমরা যেন শান্তিতে হংকংয়ে বসবাস করতে পারে, লামের কাছে সেই প্র’ত্যাশা করেছেন তিনি।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদে দু’র্ঘটনাক্রমে পানি স্প্রে করা হয়েছে এবং তারা ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং ধর্মীয় স্থাপনাগুলো সুর’ক্ষা করবে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!