দু’চারজনের অপরাধের দায় সমগ্র যুবলীগ নেবে না: নানক

0

সময় এখন ডেস্ক:

দু-চারজনের অ’পকর্মের জন্য সমগ্র যুবলীগ দায় নিতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আজ বুধবার বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়াম উদ্বোধনকালে নানক এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বেশ কয়েকজন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দু-চারজনের জন্য সমগ্র যুবলীগ দায় নিতে পারে না। যে অ’ন্যায় করুক, সে যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। যাদের দ্বারা যুবলীগ কল’ঙ্কিত হয়েছে তাদের বিরু’দ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যে সারা দেশে বার্তা দিয়েছেন।

তিনি বলেন, সংগঠনকে (যুবলীগ) তিনি (ওমর ফারুক চৌধুরী) সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। সংগঠনে যেসব উ’চ্ছিষ্ট বস্তু (বহি’রাগত) ঢুকেছিল, তিনি তাদের নির্দিষ্ট করতে পারেননি। আর সে কারণে ঐতিহ্যবাহী এই সংগঠনকে কা’লিমা বহন করতে হচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আক্ষেপ নিয়ে বলেন, কোনো না কোনও সময় দু’ষ্ট জায়গার ওপর আঘা’ত করতেই হয়। যুবলীগ আমাদের অনেক ক’ষ্টের ফসল। যুবলীগ যখন জবাবদিহিতার সম্মুখীন হয়, আমরা চুপসে যাই।

পরে কুড়িগ্রাম কলেজ মোড়ে শেখ রাসেল অডিটরিয়াম পৌর হলরুমে জেলা-উপজেলা কাউন্সিল গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নানক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিএম মোজ্জামেল হক।

জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. জাফর আলীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের এমপি আসলাম হোসেন সওদাগর এবং কুড়িগ্রাম-৩ আসনের এমপি এমএ মতিনসহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন !
  • 2.5K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!