ইয়া’বা সেবনের ভিডিও ভাইরাল হওয়া যশোরের সেই এসআই ক্লোজড

0

যশোর ব্যুরো:

যশোর কোতোয়ালি থানার ২ এসআইয়ের ইয়া’বা সেবনের ভিডিও ভাইরাল সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আমিরুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে (ডিএসবি) ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, আপাতত এসআই আমিরুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে (ডিএসবি) দায়িত্ব দেয়া হয়েছে। ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, যশোর শহরের উপশহর বাবলাতলা এলাকার পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসান যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আমিরুজ্জামান। বিভিন্ন সময়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতের বেলায় অবস্থান করেন।

এ সময় সেখানে জমে ওঠে ইয়া’বা সেবন ও তাস খেলার আসর। সম্প্রতি সেই ইয়া’বা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁ’স হয়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এসআই আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরও একজন খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ইয়া’বা সেবন করছেন এসআই আমির। ছবি দুটিও এই পুলিশ কর্মকর্তার ইয়া’বা সেবনের।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এসআই আমিরুজ্জামান বলেন, ভিডিও কিসে ফাঁ’স হয়েছে? এই প্রথম আপনার কাছে শুনলাম। আমি দেখি। খোঁজ নিয়ে পরে আপনাকে জানাচ্ছি।

ইনানী সমুদ্র সৈকতে ৮ লাখ পিস ইয়া’বাসহ ১ রোহিঙ্গা আটক

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ইনানী সমুদ্র সৈকত থেকে ৮ লাখ পিস ইয়া’বাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর একটি দল। আটক রোহিঙ্গা যুবকের নাম জামাল হোসেন (২২)।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ইনানী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। সে নিয়মিত মিয়ানমার থেকে সেখানে থাকা তার পরিবারের অপর সদস্যদের মাধ্যমে জলপথে ট্রলারে করে ইয়া’বা এনে বিক্রি করে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সমুদ্র পাড়ি দিয়ে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্র সৈকত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়া’বার বড় একটি চালান ঢুকবে এমন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় ট্রলারে থাকা বস্তাভর্তি ৮ লাখ পিস ইয়া’বাসহ জামালকে আটক করা হয়। তার বিরু’দ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন !
  • 185
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!