চট্টগ্রাম ব্যুরো:
৫০ দিনের প্রশিক্ষণ শেষে অর্ধশত হিজড়াকে আত্ম কর্মসংস্থানের অনুদান দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার মেয়র আ জ ম নাছির উদ্দীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।
৯ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৫০ দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে আত্মকর্মসংস্থান অনুদান তুলে দেন।
অনুদান হিসেবে মেয়র প্রশিক্ষণপ্রাপ্ত হিজড়াদের প্রত্যেকের হাতে ২৫ হাজার টাকা প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে মেয়র বলেন, হিজড়াদের জীবনমান উন্নয়নে সরকার ভাতা প্রদান, চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি করাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।
প্রতি অর্থ বাজেটেই সরকার হিজড়াদের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ বাড়াচ্ছে। তবে জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি হিজড়াদের আত্ম সচেতন হয়ে উঠতে হবে। সমাজের অপরাপর শ্রেণি সমাজের সঙ্গে সামাজিক বন্ধনের ভিত গড়ে তুলতে হবে। মূল স্রোতের সঙ্গে একই সমান্তরালে পথ চলতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব নিজের।
সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলামসহ সংশ্লিষ্ট হিজড়া নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাকিস্থানকে সব দিকে এবং ভারতকে কিছু সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ: তথ্যমন্ত্রী
অর্থনীতির সব সূচকেই পাকিস্থানের চেয়ে বাংলাদেশ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২ দিনব্যাপী রেডিও এশিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পাকিস্থানকে সব সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ। কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলেছে। বাংলাদেশ এখন ডিজিটাল, এটাই বাস্তবতা। দেশ এখন খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ।
তথ্য সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) সেক্রেটারি ড. জাভেদ মোত্তাগী ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শিল।
কনফারেন্সে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, মিশর, ইরান, ভিয়েতনাম ও ভারতসহ ২২টি দেশের ২১২ জন রেডিও ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশ। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ মার্কিন ডলার। শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশের মাথাপিছু আয় এখন ২ হাজার মার্কিন ডলার।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে রেডিও ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে এখনও জনপ্রিয় গণমাধ্যম রেডিও। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ বেতার স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করে। দেশ স্বাধীন করতে রেডিওর ভূমিকা রয়েছে।
মন্ত্রী বলেন, দারিদ্র ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দেশের অবকাঠামো উন্নয়ন করছেন।