ছেলেবন্ধুর সাথে খাট ভাঙায় মেয়ের কাছে লাখ টাকা ক্ষ’তিপূরণ চাইল মা

0

আন্তর্জাতিক ডেস্ক:

মেয়ের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে নিজের ছেলে বন্ধুর সাথে কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন বাড়ির অবস্থা বেশ খারাপ। তারপর নিজের ঘরে ঢুকতেই চোখ কপালে ওঠে তার!

দেখেন, তার সাধের খাটটা ভে’ঙে পড়ে রয়েছে। বুঝতে পারলেন তার আদরের মেয়ের কাজ এটি। রাগে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। নতুন খাট কেনার জন্য মেয়ের কাছে ২ হাজার ৯৯ মার্কিন ডলার ক্ষ’তিপূরণ চেয়ে বসেছেন ওই মা। বাংলাদেশি টাকায় যা প্রায় দেড় লাখ টাকারও বেশি।

এদিকে মেয়ের খাট ভা’ঙার কীর্তিতে বেজায় চটে থাকা মা রিহোনা নিকোলে বিষয়টি নিষ্পত্তির জন্য মেয়ে রিহাননাকে হাজির করান ‘ট্রায়াল বাই কাইল’ নামের অস্ট্রেলিয়ার এক টিভি কোর্ট শোতে। এই শো-তে পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান করেন শোয়ের সঞ্চালক কাইল স্যান্ডিল্যান্ডস।

সম্প্রতি সেই শোতে গিয়ে মেয়ের বিরু’দ্ধে অভিযোগ এনে নিকোলে বলেন, মাত্র ১ সপ্তাহের জন্য আমি সঙ্গীর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। সে সময় মেয়ে বাড়িতেই ছিল। আমার ঘরের বিছানা ও ব্যবহার করতেই পারে, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু আমি ফিরে এসে দেখি বাড়ি অগোছালো। আর ঘরে ঢুকতেই দেখি খাট ভে’ঙে পড়ে রয়েছে।

কিন্তু এতেও মেয়ের মধ্যে কোনও ভাবান্তর না দেখায় চটেছেন নিকোলে। আর তাই নতুন খাট কেনার জন্য চেয়েছেন ২ হাজার ৯৯ মার্কিন ডলার ক্ষ’তিপূরণ।

মায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে মেয়ে রিহাননা সঞ্চালক কাইলকে বলেন, সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় এক পর্যায়ে ভে’ঙে যায় মায়ের খাট।

তখন কাইল বলেন, তুমি অন্য ঘরে গেলে না কেন? উত্তরে রিহাননা বলেন, সত্যি বলতে, অন্য ঘরের বিছানায় আমার বন্ধুরা ব্যস্ত ছিল।

রিহাননা আরও বলেন, তিনি ওই ক্ষ’তিপূরণ দিতে পারবেন না। সবকিছু শুনে মা রিহোনার পক্ষেই মতো দেন কাইল। রিহাননকে বলেন, তুমি খাট ভে’ঙেছ। তাই ক্ষ’তিপূরণ তোমাকেই দিতে হবে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!