বিনোদন ডেস্ক:
ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়াল ওরফে বিক্রম আগারওয়াল থেকে পাওয়া ফিক্সিংয়ের প্রস্তাব প্র’ত্যাখ্যান করলেও নিয়ম অনুযায়ী বিষয়টি আকসুকে না জানানোয় আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছরের জন্য নিষি’দ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের এই নিষে’ধাজ্ঞা তার সব ভক্তদের হৃদয় ভে’ঙেছে। লঘু পাপে সাকিবকে আইসিসির দেওয়া গুরুদ’ণ্ডকে অনেকেই মেনে নিতে পারছেন না।
সাকিবের শা’স্তির জন্য অনেকেই প্র’তিবাদ জানানোর মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে। সেই তালিকায় ছিলেন শোবিজ অঙ্গনের বড় তারকা মৌসুমীও।
গতকাল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (স্বামী ওমর সানীর আইডি থেকে) একটি ফুল এইচডি মানের ভিডিও বার্তা ছেড়েছেন চিত্রনায়িকা মৌসুমী।
যেখানে কান্নাভেজা কণ্ঠে মৌসুমী বলেন, আসসালামু আলাইকুম, আমি মৌসুমী। একটা পদ্মা সেতু তৈরি যতটা সম্ভব বা সহজ, একজন সাকিব আল হাসানকে তৈরি করা ততটা সম্ভব না। আমাদের মাঝে আমরা সেই সাকিব আল হাসানকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ।
সেই সাকিব আল হাসান আমাদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে। আমি একজন ভক্ত হিসেবে সাকিবের এই ক’ষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্র’তিবাদ জানাচ্ছি।
মৌসুমী আরও বলেন, সাকিব আল হাসান ফিরে আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমার সঙ্গে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার। প্রধানমন্ত্রী তোমার সঙ্গে রয়েছে। পুরো দেশবাসী তোমার সঙ্গে রয়েছে। তার সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেওয়া হোক।
আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়-যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিও লিংক:
389