স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটের বেহাল অবস্থা। ক্রিকেট যে ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে তা বোঝা যাবে ভারত সফরে। ভারতে বাংলাদেশ দল অবস্থান করছে। যেখানে উপস্থিত থাকতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ১ বছরের জন্য ক্রিকেটে নিষি’দ্ধ।
এ ব্যাপারে কিছুটা ধোঁয়াশা আছে। কেউ বলছেন, তিনি সেটা নিয়ে কোথাও বলার প্রয়োজন বোধ করেননি। আবার কেউ বলছেন, তিনি বিষয়টা নাজমুল হাসান পাপনকে জানিয়েছেন। পাপন সাহেব তখন সাকিবকে চুপ করে থাকতে বলেছেন।
সে সব প্রসঙ্গের বাইরে এখন পাপনের ক্যাসিনো কেলে’ঙ্কারি। পাপনের যে ক্যাসিনো প্রীতি আছে সেটা আবারো প্রমাণ হলো এক ভিডিওর মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে পাপনের ক্যাসিনো খেলার ছবি ভাইরাল হয়েছিল।
এবার ভাইরাল হয়েছে পাপনের ক্যাসিনো খেলার ভিডিও। ধারণা করা হচ্ছে ভিডিওটি সিঙ্গাপুরের মেরিনা বে- হোটেলের। বোর্ডের অনেকেরই ক্যাসিনো খেলার অভ্যাস রয়েছে। খালেদ মাহমুদ সুজনের ক্যাসিনো খেলার ছবি ও ভিডিও এর আগে ভাইরাল হয়েছে।
ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ও পাপনের ঘনিষ্ঠ বন্ধু লোকমান হোসেন ভুঁইয়া ক্যাসিনো কেলে’ঙ্কারিতে জেলে আছেন। যদিও পাপন এখনো তাকে বোর্ডে বহাল তবিয়তে রেখেছেন।
এদিকে ক্যাসিনোর ভিডিও প্রকাশের পর বিসিবি প্রধান হিসেবে বহাল থাকা নাজমুল হাসান পাপনকে নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ক্যাসিনো, জুয়া এবং ম্যাচ ফিক্সিংয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেখানে একজন নিয়মিত জুয়া খেলা জুয়াড়িকে বিসিবির মত রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সংস্থার প্রধান হিসেবে এখনও কীভাবে বহাল রয়েছেন, প্রশ্ন করছেন সাধারণ জনগণ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাশরুর হোসেন তার মন্তব্যে লিখেছেন, খেলোয়াড়দেরকে সব ধরণের অপরাধ থেকে দূরে রাখার শিক্ষাটা দেয় বিসিবি। তরুণ খেলোয়াড়দেরকে লালন পালন করে সততার সাথে খেলে দেশের মুখ উজ্জ্বল করার পাঠ দেয় তারা। কিন্তু সেই সংস্থার প্রধানই যদি জুয়া খেলায় মজে থাকেন, তবে তিনি কোন মুখে নৈ’তিকতার পাঠ দেবেন খেলোয়াড়দের? এমন একজন জুয়াড়ি বোর্ডের দায়িত্বে বহাল থাকেন কীসের জোরে?
206