আন্তর্জাতিক ডেস্ক:
স্বাধীনতার ঘোষণা দিয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের বিচ্ছি’ন্নতাবাদীরা। লন্ডনে একটি প্রবাসী সরকারও গঠন করেছে তারা। দীর্ঘদিন ধরেই ভারত থেকে আলাদা হওয়ার সংগ্রাম করে আসছে মনিপুর রাজ্য। আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে স্বঘোষিত মনিপুর স্টেট কাউন্সিলের পররাষ্ট্র মন্ত্রী নারেংবাম সমরজিত বলেন, আমরা বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়ের চেষ্টা করবো। জাতিসংঘের সদস্য পদ পেতেও চেষ্টা করা হবে। আশা করছি অনেক দেশই আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে। লন্ডনে বসেই প্রবাসী সরকারের কার্যক্রম চালাবো আমরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন। তারা জানান, ভারতের দমন-নিপী’ড়ন থেকে বাঁচতে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের কাছে নিরাপত্তা আশ্রয় চেয়েছেন বলে নিশ্চিত করেন তারা। তারা জানিয়েছেন যে, ভারতে থেকে স্বাধীনতার ঘোষণা দিলে তারা হয়তো গ্রেপ্তার হতে পারেন অথবা ভারতের নিরাপত্তা বাহিনী তাদের হ’ত্যা করতে পারে।
মনিপুরের এই নেতারা বলেন, মনিপুরে গত ১০ বছরে অ’ন্যায়ভাবে প্রায় সাড়ে ৪ হাজার মানুষকে হ’ত্যা করা হয়েছে। এছাড়া আরও দেড় হাজারের বেশি মানুষকে অ’বৈধভাবে ব’ন্দী করা হয়েছে। গত কয়েক দশকে প্রায় ১৫ হাজার মানুষ জীবন হারিয়েছে।
উল্লেখ্য, ভারতের সবচেয়ে ছোট রাজ্যগুলোর একটি মনিপুর। মিয়ানমার সীমান্তবর্তী রাজ্যটির জনসংখ্যা ২৮ লাখ। ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় ৭ রাজ্যের একটি মনিপুর। ভারতের স্বাধীনতা লাভের ২ বছর পর ১৯৪৯ সালে মনিপুর ভারতের সাথে যুক্ত হয়। তবে বহু বছর ধরেই রাজ্যটিতে বিচ্ছি’ন্নতাবাদী তৎ’পরতা চলছে।
বাংলাদেশে গরু পাচা’রে বিএসএফ জড়িত- ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট
ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচা’র বন্ধ করতে বিশেষ নজর দিতে চলেছে।
সিবিআই সূত্রের বরাতে এবিপি আনন্দ জানিয়েছে, সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে একটি অভিযোগ জমা পড়ে। তাতে বলা হয়, পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তবর্তী অঞ্চল থেকে বাংলাদেশে প্রতিদিনই গরু পাচা’রের বে’আইনি কারবার চলছে। তাতে রাজ্যের প্রভাবশালী ব্যক্তিত্বরাও যুক্ত বলে উল্লেখ করা হয় অভিযোগ পত্রে।
দিল্লির সদর দপ্তর থেকে এই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয় সিবিআইয়ের কলকাতা দপ্তরে। সিবিআই সূত্রে খবর, এরপরেই এ রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচা’র নিয়ে প্রাথমিক তদন্ত করেন সিবিআইয়ের কলকাতা শাখার কর্মকর্তারা। প্রাথমিক তদন্তের সেই রিপোর্ট কলকাতা থেকে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচা’র নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে একাধিক রাজনৈতিক প্রভাবশালীর নাম উঠে এসেছে। রয়েছে বিএসএফ-এর কিছু কর্মকর্তার নামও।
সূত্রের খবর, রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিযুক্ত বিএসএফ কর্মকর্তা, সবার কাছেই পৌঁছে যাচ্ছে বে’আইনি পাচা’রচক্রের টাকা! সিবিআইয়ের অনুমান, শুধু গরু পাচা’রই নয়, বে’আইনি কারবারের এই জাল ছড়িয়ে আছে সোনা পাচা’র ও জাল নোটের কারবারেও।
সিবিআই সূত্রের খবর, গরু পাচা’র নিয়ে প্রাথমিক এই রিপোর্টের ভিত্তিতে এফআইআর দায়েরের আর্জি করা হয়েছে রিপোর্টে। প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে এখন আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।