তদ্বির করলে তাকেও হাতকড়া পরতে হবে: দুদক চেয়ারম্যান

0

সময় এখন ডেস্ক:

শিক্ষকদের বদলি ও নিয়োগের ক্ষেত্রে কোনো তদ্বির চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেছেন, তদ্বির একটি অপরাধ। তদ্বিরকারীরা সাবধান। ঘুষ খাওয়া আর তদ্বির করা সমান অপরাধ। তাই শিক্ষক বদলি বা নিয়োগ নিয়ে তদ্বির করবেন না। যদি করেন তাহলে হাতকড়া পরতে হবে।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নেরর লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।

ইকবাল মাহমুদ বলেন, গল্পের ছলে শিশুদের পড়ানো সবচেয়ে ভালো পদ্ধতি। এতে বাচ্চারা শিখবে এবং মনে রাখবে। শিশুদের ভ’য় দেখিয়ে জয় করা সম্ভব নয়। এটা রাজাদের সময়ে ছিল। তবে এখন আর রাজাদের সময় নয়। গল্পের ছলে আদর করে বাচ্চাদের শেখাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিকে নৈতিকতার শিক্ষা দিতে না পারলে জাতি ধ্বং’স হয়ে যাবে। প্রাথমিক শিক্ষায় শিশুদের মনে দুর্নীতির বিরু’দ্ধে উপদেশ ও শিক্ষা দিতে হবে। প্রাথমিকে যারা সুশিক্ষা পেয়েছে, তারা বড় হয়ে দুর্নীতিতে জড়ায় না।

তিনি বলেন, নাগরিকের চাপ না থাকলে প্রশাসন বা দুদকও কাজ করবে না। এজন্য সামাজিক চাপ প্রয়োজন। চাপ থাকলে শিক্ষকরাও পড়াবেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম হোসেন, প্রথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির।

হৃদয় উজাড় করে দিল সমগ্র নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ২ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। ১ ও ২ নভেম্বর দিনব্যাপী চলবে এই পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নগরের ২৯টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাত থেকেই থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নোয়াখালী আসতে শুরু করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় একই সময়ে সম্পন্ন হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে সরাসরি নোয়াখালী চলে আসছেন ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ভর্তিচ্ছুদের আতিথেয়তা দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন, নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালী জেলা পুলিশ প্রশাসন, জেলা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ,

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, এলাকাভিত্তিক বিভিন্ন ছাত্রকল্যাণ সমিতি, সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানসহ নোয়াখালী জেলার সর্বস্তরের মানুষ। ভর্তিচ্ছুদের সহযোগিতার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। ভর্তিচ্ছুদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ ৫০ হাজার বোতল বিশুদ্ধ পানি ও পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত ফ্রি বাসের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

নিজস্ব তহবিল থেকেই তিনি ভর্তিচ্ছুদের জন্য এমন উদ্যোগ নিয়েছেন। এর আগে গত ১ অক্টোবর ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এমন সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এদিকে, ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া, পরিবহন এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে। সরেজমিনে নোয়াখালী পৌর ভবনে গিয়ে দেখা যায় বুধবার থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা আসতে শুরু করেছেন। পৌরসভার পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন !
  • 475
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!