রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থ’গিত করা হয়েছে। অধ্যক্ষকে পুকুরে ফে’লে দেয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নিলো মহানগর ছাত্রলীগ। একই সঙ্গে ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহি’ষ্কার করা হয়েছে।
রাজশাহী নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।
অ’যোগ্য শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়ার অনুরোধ না রাখায় শনিবার দুপুরে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে লা’ঞ্ছিত করে পলিটেকনিকের ভেতরেই পুকুরে ফে’লে দেয় সৌরভের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মী।
পরে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে উদ্ধার করেন। এ সময় পুকুরের পানিতে ভিজে তার মোবাইল ফোনটি ন’ষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন ঘটনার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি জড়িতদের বিরু’দ্ধে আইনগত ব্যবস্থা নেব। তাদের এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না।
এ ঘটনায় শনিবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ।
মামলায় ছাত্রলীগ নেতা সৌরভসহ ৭ জনের নাম উল্লেখ করে আরও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে শনিবার মধ্যরাতে সাঁড়া’শি অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পলিটেকনিক এর ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রিগেনের ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ওপর খবর’দারি করে আসছে তারা। নানান অ’পকর্মে জড়িয়েও পড়েছে। কিন্তু তাদের বিরু’দ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভের মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তাফা বলেন, ক্যাম্পাস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।