রেসিডেন্সিয়ালের ছাত্র আবরারের মৃ’ত্যুতে মন্ত্রিসভায় উ’দ্বেগ

0

সময় এখন ডেস্ক:

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরারের মৃ’ত্যুতে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য উ’দ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় অ-নির্ধারিত আলোচনায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরারের মৃ’ত্যুর বিষয়টি আলোচনা হয়েছে। একজন ছাত্র যে অ-সহায়ভাবে মৃ’ত্যুবরণ করেছে, বেশ কয়েকজন এ বিষয়টি উপস্থাপন করেছেন। সবাই এ বিষয়টিতে উ’দ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, একটা স্কুলে কিশোরদের নিয়ে যখন এ ধরনের প্রোগ্রাম করবে তখন সেখানে ইলেকট্রিক তার টানানো হয়েছে সেগুলোর সেফটি মেজারটা দেখা উচিত ছিল। অনুষ্ঠানের জন্য যে বিদ্যুতের তার টানানো হয়েছিল সে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়েই আবরার মা’রা গেছে। এখানে আয়োজকদের গা’ফিলতি ছিল কিনা সে বিষয়টি আলোচনায় এসেছে। সবাই এটায় অত্যন্ত হ’তাশা ব্যক্ত করছেন এ কারণে যে, একটা ছেলে মা’রা যাওয়ার পরও অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া হয়েছে!

তথ্যমন্ত্রী বলেন, সেই ছাত্র মা’রা যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানতে পেরেছে হাসপাতাল থেকে। হাসপাতালে যখন তার লা’শ নিয়ে যাওয়া হয়, তখন তার পকেটে রেসিডেন্সিয়াল মডেল কলেজের মনোগ্রাম পায়, সেটি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের কাছে ফোন করেছে। তখন কলেজ কর্তৃপক্ষ জানতে পেরেছে। এটি তাদের জানানো হয়নি বলে আলোচনায় উল্লেখ করা হয়েছে।

চতুর্থত, কারও যদি এভাবে অপমৃ’ত্যু হয়, তাহলে অবশ্যই পোস্টমর্টেম করতে হয়, পোস্টমর্টেম না করতে হলে জেলা ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমোদন লাগে। বা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে। সেটি না নিয়ে পোস্টমর্টেম ছাড়াই লা’শটি দাফন করা হয়েছে। এগুলো সেখানে এসেছে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হবে। কাদের গা’ফিলতি ছিল, কেন কীভাবে এই ঘটনা ঘটেছে, কেন একজন ছাত্রের মৃ’ত্যুর পরও অনুষ্ঠান চালিয়ে নেওয়া হলো সে বিষয়গুলো নিশ্চয়ই তদন্তে উঠে আসবে।

মন্ত্রী বলেন, অপমৃ’ত্যু হলে পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়, পুলিশের পক্ষ থেকে কতটুকু ভূমিকা নেওয়া হয়েছিল সেগুলো আলোচনা হয়েছে। তবে স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

প্রথম আলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, কিশোর আলো তো প্রথম আলোরই সহযোগী প্রতিষ্ঠান। কিশোর আলোর প্রোগ্রামে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তো আলোচনা হয়েছেই। যারা আয়োজন করেছে তাদের কী গা’ফিলতি ছিল, সেগুলো তো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে।

শেয়ার করুন !
  • 166
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!