ভক্তকে ইংরেজিতে ঝাড়ি দিয়ে আবারও হিট রানু মণ্ডল (ভিডিও)

0

বিনোদন ডেস্ক:

রেল স্টেশনে ক’ষ্টে কে’টেছে তার দিন। গান গেয়ে ভিক্ষে করে চলতো জীবন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের দৌলতে রাতারাতি সেলিব্রেটি বনে গেছেন রানু মণ্ডল। বলিউড, রিয়েলিটি শো থেকে পশ্চিমবঙ্গের পূজার থিম সং- সর্বত্র তার কণ্ঠ শোনা গেছে।

স্বাভাবিকভাবেই বিশাল ভক্ত-অনুরাগী তৈরি হয়েছে রানুর। এমনই এক অনুরাগী ছবি তুলতে চেয়েছিলেন রানু মণ্ডলের সঙ্গে। কিন্তু তাকে অ’পমান করে ফেরালেন রানু।

কথা বলার জন্য রানুর গায়ে টোকা দিয়ে ডেকেছিলেন ওই ভক্ত। আর এতেই বেজায় চ’টে গেলেন রানু। গোটা ঘটনাই ধরা পড়েছে ভিডিওতে। আর রানুর বাকি সব ভিডিওর মতো এটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখানে ভিখারী থেকে গায়িকা হওয়া রানুর সমালোচনায় মুখর সবাই।

ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে গিয়েছেন রানু মণ্ডল। তাকে ঘিরে জমে গেল ভিড়। সেই সময়েই পেছন থেকে এসে তার হাতে আলতো করে টোকা দিয়ে ডাকেন এক নারী। হাতে স্মার্টফোন। খুব সম্ভবত রানুর সঙ্গে সেলফি তুলবেন বলে এসেছিলেন তিনি।

রেগে গিয়ে তার সেই উৎসাহে জল ঢেলে দিলেন রানু। ঘুরে দাঁড়িয়ে তেলে-বেগুনে জ্বলে উঠলেন তিনি। হাত দিয়ে ওই মহিলার গায়ে টোকা মে’রে প্রশ্ন করলেন, ‘হোয়াট ডু ইউ মিন?’

পাশ থেকে রানুর এক সঙ্গী সায় দিলেন, ‘এরকম করাটা একেবারেই অ-নুচিত।’ রানু প্রশ্ন করলেন, ‘এগুলো কি? মানেটা কী?’

তখন সবার সামনে বেশ বি’ব্রত হয়ে পড়েন ওই নারী। কোনোমতে হেসে পরিস্থিতি সামাল দেন তিনি। তবে, রানুর এমন আচরণের ভিডিও দেখে বেজায় চ’টেছেন নেটিজেনরা। ফেসবুকে একাধিক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে প্রায় সকলেই নি’ন্দা করছে সোশ্যাল মিডিয়া সেনসেশানের।

যে সোশ্যাল মিডিয়ার দৌলতে রানুর উত্থান, সেই সোশ্যাল মিডিয়াতেই বয়ে গিয়েছে নি’ন্দার বন্যা। যদিও অনেকে এ ব্যাপারে রানুকেই সমর্থন করেছেন। তাদের মতে, কারোর অনুমতি ছাড়া এভাবে হাত দিয়ে ডাকা অ-নুচিত। তবে তার প্রেক্ষিতে রানুও যে একটু বেশিই রিয়্যাক্ট করেছেন সে কথাও বলছেন তারা।

এর আগে, রানুর এক ইন্টারভিউতে স্টেশনের ভিক্ষুকদের নিয়ে রানুর মন্তব্যেও বি’তর্কের ঝড় উঠেছিল নেট দুনিয়ায়। সব মিলিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানাঘাটের রানু মণ্ডল।

রানু মণ্ডলের সেই ভিডিও:

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!