সময় এখন ডেস্ক:
৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের দেয়া ১৪৮ রানের চ্যালেঞ্জ স্বাচ্ছন্দ্যে উতরে যান টাইগাররা।
টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের এ জয় নিয়ে এরই মধ্যে কথা বলেছেন দেশের ক্রীড়াব্যক্তিত্ব ও সেলিব্রেটিরা। ব্যতিক্রম নন বাংলাদেশের ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, ভয়কে জয় ছাড়া সামনে এগোনো যায় না।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ভারতকে হারানোয় অধিনায়ক মাহমুদউল্লাহদের প্রশংসা করে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ১০টায় শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শুরুতেই তথ্য ও যোগাযোগ খাতে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট’ পুরস্কারসহ ৩টি ক্রেস্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
স্বাভাবিকভাবেই সভায় ভারত-বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গ ওঠে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শুরুটা আমাদের ভালোই হলো। প্রথমবার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জিতলাম। ৩ বিভাগেই টাইগাররা ভালো করেছে। ভারতের মতো দলকে ১৪৮ রানে আটকে দেয়াটা দারুণ ব্যাপার ছিল।
টি-২০ ইতিহাসের ১০০০তম ম্যাচে বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ১০০০ তম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঐতিহাসিক জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার রাতে খেলা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
দলের পক্ষে মুশফিকুর রহিম ৪৩ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন। ৭ বলে ১৫ করে অপরাজিত থাকেন রিয়াদ। ৩৯ করেন সৌম্য। ২৬ রান আসে সৌম্যর ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমেদ ১টি, দীপক চাহার ১টি ও চাহাল ১টি করে উইকেট নেন।
888