বিশ্ব বিচিত্রা ডেস্ক:
একটি কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে এক বাচ্চা হাতি। সেই রাস্তাতেই ছিল একটি কচ্ছপ। হাতিটি কচ্ছপটিকে পেরিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ায়। প্রথমে মনে হয় বোঝার চেষ্টা করে ওটা কী? তার পর সেটিকে শুঁড় দিয়ে ঠেলে দেয়। ঠেলা খেয়ে কচ্ছপটি মাথা পা বের করে খোলস থেকে।
তারপর যতটা দ্রুত সম্ভব সে কাঁচা রাস্তা থেকে জঙ্গলের দিকে নেমে যায। যতক্ষণ না কচ্ছপটি রাস্তা পেরিয়ে যায়, বাচ্চা হাতিটি সেখানে দাঁড়িয়ে থাকে। নজর রাখে তার দিকে।
হাতির শুঁড় দিয়ে এভাবে কচ্ছপকে রাস্তা পার করানোর ভিডিও ইতিমধ্যে ভারতে ভাইরাল হয়েছে।
২ দিন দুটি হাতির ভিডিও পোস্ট করলেন এক ভারতীয় বন কর্মকর্তা। প্রবীণ কাসওয়ান নামে ওই অফিসার তার ভেরিফায়েড টুইটারে রোববার ও সোমবার যে ভিডিও দুটি পোস্ট করেন, সেখানে দেখা গেছে, একটি পশু অন্য পশুকে কীভাবে সাহায্য করছে। আর যদি পশুদের বির’ক্ত করা হয়, তার ফল কী হতে পারে তাও দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে।
দুই পশুর এমন বন্ধুত্বপূর্ণ ঘটনার বিপরীত ছবি ধরা পড়েছে প্রবীণের পোস্ট করা আরেকটি ভিডিওতে।
রোববার যে ভিডিওটি পোস্ট করেছেন তিনি, সেখানে দেখা যাচ্ছে, একটি দাঁতাল হাতি পিচের রাস্তায় উঠে আসছে। আর তার সামনে দিয়েই দ্রুত বেরিয়ে যাচ্ছে একটি বাইক। বাইকটিকে এভাবে তার মুখের সামনে দিয়ে যেতে দেখে সম্ভবত বির’ক্ত হয় হাতিটি। তাড়া করে বাইকটিকে। যেহেতু বাইকটির গতি অনেক বেশি ছিল, তাই হাতিটি আর সেদিকে না গিয়ে উল্টোদিকে চায়ের বাগানের দিকে চলে যায়।
এই পোস্টটিতে প্রবীণ লিখেছেন, বন্যজীবন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হলো মানুষ।
তিনি জানিয়েছেন, হাতি পারাপারের জন্য পিচের রাস্তার দুই ধারে গাড়িগুলোকে আটকে দেয়া হয়। অন্যান্য গাড়ির চালক ধৈর্য ধরে অপেক্ষা করলেও ওই বাইকচালক হাতির সামনে দিয়েই এগিয়ে যেতে যান। এই ভুলের জন্য বড় দুর্ঘটনা ঘটতে পারত বাইকচালকেরই। এমন না করার জন্যও সতর্ক করেছেন প্রবীণ।
This #elephant calf is teaching a lesson: #Animals have first right of the way. Opposite to the person who behaved yesterday on road while staff blocked road to give way to a Jumbo.
An elephant stops to get a turtle off the road. Forwarded by a friend. pic.twitter.com/1RZVRHJaM3
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 4, 2019