সময় এখন ডেস্ক:
অ’বৈধ সম্পদ অর্জনের মামলায় গণপূর্ত বিভাগ-৩ এর বিভাগীয় হিসাবরক্ষক এস এম মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেপ্তার করে। সংস্থাটির সহকারী পরিচালক রেজাউল হকের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তারে অভিযান চালায়।
এস এম মাহমুদুর রহমানের বিরু’দ্ধে ৭০ লাখ ৫৮ হাজার ৭৮০ টাকার অ’বৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৩ জুন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।
বরগুনায় মহিলাবিষয়ক কর্মকর্তার অবহেলায় ভাতাবঞ্চিত ২২৮ জন
বরগুনা জেলার বেতাগী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমের একের পর এক ঘুষ বাণিজ্যের অভিযোগের শেষ নেই। প্রশিক্ষণার্থীদের ভাতা আ’ত্মসাৎ, এর পরপরই দায়িত্বে অবহেলায় ২২৮ জন দরিদ্র উপকারভোগী মা মাতৃত্বকালীন ভাতা থেকে ব’ঞ্চিত হয়েছেন।
মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক নোটিশে জানা গেছে, অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে বেতাগী উপজেলায় ৪২৫ জন উপকারভোগী ভাতা বরাদ্দ ছিল। কিন্তু তিনি মাত্র ১৯৭ জন ভুক্তভোগীর ডাটা এন্ট্রি করেন। বাকিদের ডাটা এন্টি না হওয়ায় ২২৮ জন উপকারভোগী এ মাতৃত্বকালীন ভাতা থেকে ব’ঞ্চিত হয়েছেন।
তবে গোপন সূত্রে জানা গেছে, তিনি যতজন মহিলার কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন একমাত্র তাদের নামই এন্ট্রি করেছেন। এতে সরকারের অগ্রাধিকারমূলক (সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি) বাস্তবায়ন ব্যা’হত হয়েছে।
এ ছাড়া বিগত সময়ে সরকারি নীতিমালা ল’ঙ্ঘন করে নারীদের বিভিন্ন ট্রেডে ও প্রশিক্ষণার্থীদের নিকট থেকে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ সব অ’নিয়মে গত ২৯ সেপ্টেম্বর তার বিরু’দ্ধে অধিদপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও কার্যক্রমের কোনো অগ্রগতি হয়নি।
পৌরসভার বাসিন্দা মো. কামাল খান বলেন, এমন ঘুষ নেয়ার জন্যই তাকে এর আগে একবার এখান থেকে বদলি হতে হয়েছিল। কিন্তু পুনরায় একই কর্মস্থলে এল কীভাবে আমি বুঝি না।
এ বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অফিসে আসেন সাক্ষাতে কথা বলব। আমি যা করি বুঝেই করি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।
3.2K