৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাসায় নিয়ে ধ-র্ষণ করলেন মাদ্রাসার অধ্যক্ষ

0

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ঘোষাবাগ পূর্ব পাড়ার মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে ধ-র্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাওলানা মোসলে উদ্দিন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাওলানা মোসলে উদ্দিন আশুলিয়ার ঘোষবাগ পূর্ব পাড়া এলাকার মাজীদুন নিসা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

ভিক্টিমের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় অধ্যক্ষ মাওলানা মোসলে উদ্দিন। পরে তাকে শোবার ঘরে নিয়ে জোর করে ধ-র্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনার পর ভিক্টিম শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। এরপর আজ (মঙ্গলবার) মোসলে উদ্দিন এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখে।

এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ, মাদ্রাসা সুপারের কারাদ’ণ্ড

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ করানোয় মতিয়ার রহমান (৪৮) নামে এক মাদ্রাসা সুপারের ১ বছর কারাদ’ণ্ডের রায় প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ’ণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান বীরগঞ্জ উপজেলার করিমপুর পুলহাট দাখিল মাদ্রাসার সুপার।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়ামিন হোসেন এ রায় প্রদান করেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন জানান, মঙ্গলবার জেডিসি পরীক্ষায় বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মতিয়ার রহমান দায়িত্ব পালন করছিলেন। এক জন পরীক্ষার্থীর স্থলে ৯ম শ্রেণির অপর এক ছাত্রের দ্বারা পরীক্ষা গ্রহণ করেন মতিয়ার রহমান।

এ অভিযোগে মাদ্রাসা সুপার মতিয়ার রহমানকে ১ বছর কারাদ’ণ্ডের রায় প্রদান করা হয়।

শেয়ার করুন !
  • 346
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!