পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধ-র্ষণের অভিযোগে মো. মোতালেব মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের নামে মামলা হয়েছে। গত ২৯ অক্টোবর দুপুরে সদর উপজেলার খলিসাখালী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গত ৩ নভেম্বর মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ওই ছাত্রীর পরীক্ষা চলছিল। দুপুরে পরীক্ষা শেষ করে সে বাড়ি আসে। পর বান্ধবীর সঙ্গে বাড়ির সামনে ঈদগাহের মাঠে খেলতে যায়। এ সময় মোতালেব মোল্লা তাকে ৫ টাকার বিনিময়ে বাসার জন্য এক কলস পানি আনতে বলে এবং তাকে ও তার বান্ধবীকে বাড়িতে নিয়ে যায়। পরে তার বান্ধবীকে বাইরে বসিয়ে রাখে।
এরপর মোতালেব মোল্লা ওই ছাত্রীকে ঘরের মধ্যে নিয়ে ধ-র্ষণ করে। পরে এক প্রতিবেশী নারী ঘরের পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে ঘরের মধ্যে ওই ছাত্রীর ও মোতালেবের কথা শুনতে পান। ছাত্রীটি তখন কাঁদছিল।
পরে ওই নারী ভিক্টিম ছাত্রীর মাকে বিষয়টি জানালে তার মা দ্রুত মোতালেব মোল্লার ঘরের সামনে এসে দরজা খুলতে বলে এবং ঘটনা দেখে ফেলেন।
ভিক্টিম ওই ছাত্রীর দাদি ও মামলার বাদী জানান, আসামি মোতালেব অনেক প্র’ভাবশালী। এ ঘটনা যেন আমরা কাউকে না জানাই এজন্য সে মিথ্যা মামলার ভয় দেখায়। পরে ৩ নভেম্বর মোতালেব ঢাকায় গেলে আমরা মামলা করি। তখন মোতালেব মোল্লা পালিয়ে যায়।
পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ধ-র্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাসায় নিয়ে ধ-র্ষণ করলেন মাদ্রাসার অধ্যক্ষ
সাভারের আশুলিয়ায় ঘোষাবাগ পূর্ব পাড়ার মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে ধ-র্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাওলানা মোসলে উদ্দিন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাওলানা মোসলে উদ্দিন আশুলিয়ার ঘোষবাগ পূর্ব পাড়া এলাকার মাজীদুন নিসা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।
ভিক্টিমের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় অধ্যক্ষ মাওলানা মোসলে উদ্দিন। পরে তাকে শোবার ঘরে নিয়ে জোর করে ধ-র্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনার পর ভিক্টিম শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। এরপর আজ (মঙ্গলবার) মোসলে উদ্দিন এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখে।
এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।