বিএনপি নেতা খোকার মৃ’ত্যুতে শোক জানালো না শুধু জামায়াত

0

সময় এখন ডেস্ক:

বিএনপি এবং জামায়াত যেন একই বৃন্তে দু’টি কুসুম। তারেক জিয়া বলেছিলেন, বিএনপি এবং জামায়াত ভাই ভাই। বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বিএনপিকে জামায়াত প’রিত্যাগের কথা বলা হলেও বিএনপি জামায়াতকে ছাড়েনি। বরং এবার নির্বাচনে ধানের শীষ প্রতীক উপহার দিয়ে জামায়াতকে নির্বাচনের সুযোগ দিয়েছে। জামায়াত এখন বিএনপি ছাড়া ইউজলেস। আবার বিএনপিও জামায়াতকে ছাড়া চলতে পারে না।

অথচ বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার মৃ’ত্যুতে জামায়াত শোক জানায়নি। সাদেক হোসেন খোকার মৃ’ত্যুর পর সমস্ত রাজনৈতিক দল শোক জানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির পক্ষ থেকে শোক জানিয়েছেন। বাম ডান সকল পরিচিত রাজনৈতিক দল শোক জানিয়েছে এ বীর মুক্তিযো’দ্ধার প্রতি। কিন্তু ক্র্যাকপ্লাটুনের এই যো’দ্ধার প্রতি এতটুকু শ্রদ্ধা জানায়নি জামায়াত।

অনেকেই বলেন, বিএনপি এবং জামায়াতের যে সু সম্পর্ক, সেখানে যারা বাধা ছিলেন এবং যারা জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কে সবসময় প্রশ্ন তুলতেন তাদের মধ্যে একজন ছিলেন সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা সবসময়ই জামায়াতের সঙ্গে দূরত্ব রাখার নীতিতে বিশ্বাসী ছিলেন। আর এ কারণেই জামায়াত খোকার মৃ’ত্যুতে শোক জানায়নি।

যে দলটি তাদের জোটের একজন নেতার মৃ’ত্যুতে শোক জানানোর সৌজন্যতা দেখায় না, সেই দলটি রাজনৈতিক চরিত্র কী- জনগন ভালোভাবেই জানে।

তবে অন্যদিকে, বিএনপি এবং জোটের বিভিন্ন সভা সমাবেশে জামায়াতের নেতাদের আশেপাশেই দেখা গেছে খোকাকে। একজন মুক্তিযো’দ্ধার এমন বিবর্তিত চেহারা দেখে তখনকার অনেক সহযো’দ্ধাই তাকে ছেড়ে গেছেন।

আবরারের মৃ’ত্যুর দায়ভার কিশোর আলোর: রেসিডেনসিয়াল অধ্যক্ষ

অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব ছিল কিশোর আলোর, তাদের ব্যর্থতায় আবরারের মৃ’ত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। আজ বুধবার দুপুরে রেসিডেনসিয়াল কলেজের প্রাক্তনদের বিক্ষোভে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আবরারের মৃ’ত্যুর দায়ভার অবশ্যই কিশোর আলো কর্তৃপক্ষকে নিতে হবে।

১ নভেম্বর শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলো পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান কিশোর আলোর জন্মদিনের অনুষ্ঠান দেখতে এসে নাইমুল আবরার রাহাত নামে এক কিশোর বিদ্যুতায়িত হয়ে মারা যায়। রাহাত মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শেয়ার করুন !
  • 3.9K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!