টাইগারদেরকে সিরিজ জয়ের টিপস দিলেন সাঙ্গাকারা

0

স্পোর্টস ডেস্ক:

ভারতের মাটিতে দুর্বল বাংলাদেশের উড়ন্ত জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা। ‘কিছু হারাবার নেই’ মন্ত্রে ভারত পৌঁছায় সাকিব-তামিমবিহীন দল। তবে বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত পারফর্মেন্সে মুগ্ধ লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ২য় টি-টুয়েন্টির আগে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন নিজেদের খেলায় বিশ্বাস রাখতে।

প্রথম ম্যাচে বোলারদের কার্যকরী জায়গায় ব্যবহার করে সফল হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শক্তিশালী ব্যাটিং লাইন আপের ভারতকে নাগালে আটকায় বাংলাদেশ। তবে রাজকোটের উইকেট দিল্লির তুলনায় ভিন্ন। ব্যাটিং সহায়ক এই উইকেটে বাংলাদেশকে একাদশ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা।

লঙ্কান সাবেক এই অধিনায়ক বলেন, বাংলাদেশের নিজেদের খেলার ওপর বিশ্বাস রাখা প্রয়োজন। যেভাবে তারা প্রথম ম্যাচ খেলেছে সেটার ওপর বিশ্বাস রাখতে হবে। উদ্বোধনী জুটি ভালো ছিল, মিডল অর্ডার খুবই শক্তিশালী। উইকেট হারানোর পর চাপ নিতে দেখা যায়নি তাদের।

জয়ের পরেও দলের প্রয়োজনে নিজেদের সেরা একাদশ বাছাই করার পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা। রাজকোটের মাঠ অনুযায়ী একাদশ বাছাই করে চাপমুক্ত ক্রিকেটেই সাফল্য আসতে পারে বলে মনে করেন তিনি।

লঙ্কান লিজেন্ড জানান, টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী ব্যাটিং বিভাগ থাকলেও বোলিংয়ে নজর দিতে হবে। চাপে খেই না হারানো, পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা এবং মাঠ অনুযায়ী একাদশ সাজানো; এসবে দৃষ্টি দিতে হবে।

ভয়ডরহীন ক্রিকেট খেলাতেই এসেছে সাফল্য

ভারতের সাথে প্রথম ম্যাচে বাংলাদেশের নবাগত তারকাদের নৈপুণ্য নজর কেড়েছে সবার। ভারতের মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে প্রতি-কূল পরিস্থিতিতে ভালো খেলার রসদটা তারা পেয়েছিলেন মাহমুদউল্লাহ-মুশফিকদের কাছ থেকে।

সাংবাদিকদের আফিফ বলেন, দলের সিনিয়র ক্রিকেটাররা আমাদের মতো জুনিয়র ক্রিকেটারদের অনেক বেশি সাহায্য করেছেন। এটা আমাদের চাপমুক্ত ক্রিকেট খেলতে সাহায্য করেছেন। সেই সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলতে। তারা সব সময় আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। এজন্য আশা করি, সামনেও কোনো সমস্যা হবে না।

বৃহস্পতিবার সিরিজের ২য় টি-টোয়েন্টিতে রাজকোটে মুখোমুখি হবে দুদল। তার আগে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে অলরাউন্ডার আফিফ বলেছেন, ভারত চাপে আছে কিনা বলতে পারব না, তবে প্রথম ম্যাচ জিতে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। আমরা আমাদের জায়গা থেকে ভালো বোধ করছি। এটা আমাদের আরও ভালোভাবে খেলতে সাহায্য করবে।

শেয়ার করুন !
  • 204
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!