খালেদার প্রতি ক্ষো’ভ ঝেড়ে বিএনপি ত্যাগ করলেন মোর্শেদ খান

0

সময় এখন ডেস্ক:

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বিএনপি থেকে পদ’ত্যাগ করেছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে কারাব’ন্দী নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তার পদ’ত্যাগপত্র পাঠিয়েছেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত চট্টগ্রামের এই নেতা ভাইস চেয়ারম্যান পদের পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও তার নাম প্র’ত্যাহার করে নিয়েছেন।

পদ’ত্যাগ পত্রে মোরশেদ খান বিএনপি নেত্রীকে লিখেছেন, আজ অনেকটা দুঃখ ও বে’দনাক্লান্ত হৃদয়ে আমার এই পত্রের অবতারণা। মানুষের জীবনের কোনো না কোনো সময়ে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়, যার প্র’ভাব সুদূরপ্রসারী। আমার বিবেচনায়, সে ক্ষণটি বর্তমানে উপস্থিত এবং উপযুক্তও বটে।

বিএনপির কয়েকটি সূত্র বলছে, বেগম জিয়া এবং মির্জা ফখরুলের কাছে দলের নেতাদের বিষয়ে নালিশও করেছেন মোর্শেদ খান।

মোরশেদ খান ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। শুরুতে তিনি জাতীয় পার্টিতে ছিলেন। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। এর পর চট্টগ্রাম-৮ আসন থেকে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সাল, এর পর জুন ’৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়।

বিএনপি নেতা খোকার মৃ’ত্যুতে শোক জানালো না শুধু জামায়াত

বিএনপির প্রভাবশালী নেতা সাদেক হোসেন খোকার মৃ’ত্যুতে জামায়াত শোক জানায়নি। সাদেক হোসেন খোকার মৃ’ত্যুর পর সমস্ত রাজনৈতিক দল শোক জানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির পক্ষ থেকে শোক জানিয়েছেন। বাম ডান সকল পরিচিত রাজনৈতিক দল শোক জানিয়েছে এ বীর মুক্তিযো’দ্ধার প্রতি। কিন্তু ক্র্যাকপ্লাটুনের এই যো’দ্ধার প্রতি এতটুকু শ্রদ্ধা জানায়নি জামায়াত।

যে দলটি তাদের জোটের একজন নেতার মৃ’ত্যুতে শোক জানানোর সৌজন্যতা দেখায় না, সেই দলটি রাজনৈতিক চরিত্র কী- জনগন ভালোভাবেই জানে।

প্রসঙ্গত, বিএনপি এবং জোটের বিভিন্ন সভা সমাবেশে জামায়াতের নেতাদের আশেপাশেই দেখা গেছে খোকাকে। একজন মুক্তিযো’দ্ধার এমন বিবর্তিত চেহারা দেখে তখনকার অনেক সহযো’দ্ধাই তাকে ছেড়ে গেছেন।

শেয়ার করুন !
  • 1.4K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!