সময় এখন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মূল হোতা ইব্রাহিমের খুলনা ও নড়াইলের ২টি বাড়ি জ’ব্দের আদেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশে বলা হয়েছে, ৩১ শতক জমির ওপর ইব্রাহিমের নড়াইলের ডুপ্লেক্স বাড়ির তত্ত্বাবধায়ক হবেন নড়াইলের পুলিশ সুপার এবং খুলনা মুজগুন্নি এলাকায় ৪ কাঠা জমির ওপর ৬ তলা ভবনের তত্ত্বাবধায়ক থাকবেন খুলনার পুলিশ কমিশনার।
গত বছর রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে প্রশ্নফাঁসের অভিযোগে ইব্রাহিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় তার বিরু’দ্ধে অভিযোগ আনা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূল হোতা এই ইব্রাহিম।
তাকে গ্রেপ্তারের পর প্রশ্নফাঁসের একের পর এক চা’ঞ্চল্যকর সব তথ্য দিতে থাকে ইব্রাহিম। র্যাবের জিজ্ঞাসা’বাদে তিনি স্বীকার করেন, প্রশ্নফাঁস করে অ’বৈধ পথে বিপুল সম্পদ গড়েছেন। খুলনা ও নড়াইলে নির্মাণ করেছেন আলিশান ২টি বাড়ি।
গত বছর ইব্রাহিমের এমন সব অ’পকর্ম নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নজরে পড়ে। এর পরই কাঁঠালবাগান এলাকা থেকে গ্রেপ্তার হন ইব্রাহিম।
আটকের পর সুনির্দিষ্ট অভিযোগ এনে মানিলন্ডারিং আইনে পৃথক মামলা করে সিআইডি। সে মামলায় সম্প্রতি ইব্রাহিমের ২টি বাড়ি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত।
আদালতের এমন নির্দেশের বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, আদালতের এ নির্দেশ প্রশ্নফাঁসের হোতাদের জন্য একটি বিশেষ বার্তা। তারা যেন কখনই প্রশ্নফাঁসের মতো জাতি ধ্বং’সকারী অ’ন্যায়ে জড়িত না হন।
সুনামগঞ্জের এমপি রতনের ২য় স্ত্রী ঝুমুরকে স্কুল থেকে সাসপেন্ড
সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপির ২য় স্ত্রী সেই শিক্ষিকা তানভী ঝুমুরকে অবশেষে সাসপেন্ড করা হয়েছে।
গত ১০ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তানভী ঝুমুর। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন ঠিকই তুলে নিচ্ছিলেন এই শিক্ষিকা। এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে তাকে সাসপেন্ড করা হয়।
শুক্রবার বেলা ৩টা ২৫ মিনিটে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা মু. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সহকারি শিক্ষক তানভী ঝুমুরকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তার বিরু’দ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে তানভী ঝুমুরের বিরু’দ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে জরুরিপত্র প্রেরণ করা হয়।
1.4K