সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরির দায়ে পলাশ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালকসহ ৩ জনকে ১ মাসের কারাদ’ণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তালা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এ কারাদ’ণ্ড প্রদান করেন।
দ’ণ্ডপ্রাপ্তরা হল- তালা উপজেলার মাগুরাডাঙা গ্রামের সুভাস চন্দ্র মন্ডলের ছেলে পলাশ মন্ডল (৩৫), বলরামপুর গ্রামের নূর ইসলামের ছেলে সাইফুল্লাহ (২৯) ও যুগীপুকুর গ্রামের মোস্তফা সরদারের ছেলে আবু শাইন (২৮)।
তালা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, অভিযোগ ছিল পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পলাশ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্বাক্ষর জাল করে জমির কাগজপত্রসহ বিভিন্ন জরুরি কাগজপত্র জাল করা হয়।
অভিযানকালে ভুয়া সিল স্বাক্ষরযুক্ত বিভিন্ন ধরনের জাল কাগজপত্র ও বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকতাদের সিল পাওয়া যায়। সেখানে ব্যবহৃত দুটি কম্পিউটার জ’ব্দ করা হয়েছে।
তিনি বলেন, আটকদের গণ উপদ্রব আইনের ১৮৬০ সালের ২৯১ ধারায় প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদ’ণ্ড প্রদান করা হয়েছে। দুর্নীতি ও অ’নিয়মের বিরু’দ্ধে অভিযান অ-ব্যাহত থাকবে।
অনুমতিপত্র না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে ৪৯ দর্শনার্থী আটক
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে অ’বৈধ অনু-প্রবেশের অভিযোগে ৪টি ট্রলারসহ ৪৯ জন দর্শনার্থীকে আটক করেছে বন বিভাগ। গতকাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকদের জনপ্রতি ১০ হাজার টাকা করে জরি’মানা করেছে সুন্দরবন বিভাগ। তাদের বাড়ি বাগেরহাটের মোংলার উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির জানান, সুন্দরবনের দুবলারচরের রাস মেলা উপলক্ষে আটকরা গত ৯ অক্টোবর বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে কোনো অনুমতিপত্র না নিয়েই অ’বৈধভাবে দুবলার চরে যায়। সেখান থেকে ফেরার পথে সোমবার সন্ধ্যায় বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় জ’ব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ৪টি ট্রলারও। অ’বৈধভাবে সুন্দরবনে অনু-প্রবেশের দায়ে তাদের সিওআর মামলার আওতায় জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে জরি’মানা আদায় করে করে ছেড়ে দেয়া হবে। আটক ৪৯ জনকে চাঁদপাই রেঞ্জ অফিসে রাখা হয়েছে।
এর আগে একই অপরাধে গত ৫ অক্টোবর সুন্দরবনের জয়মনি এলাকা থেকে ৩টি ট্রলারসহ ৬০ জনকে আটক করে বন বিভাগ। তাদেরকেও একই আইনে (সিওআর) জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে জরি’মানা আদায় করে ছেড়ে দেয় সুন্দরবন বিভাগ।