রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দানের ঘোষণা দিলেন মুসলিম নেতা

0

আন্তর্জাতিক ডেস্ক:

অযোধ্যায় রামমন্দির নির্মাণ করতে ৫১ হাজার রুপি দান করবে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি।

সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার প্রতি সম্মতিও জানিয়েছেন তিনি। অযোধ্যায় রামমন্দির নির্মাণে তাদের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করা হবে।

আর এই দানকে অনেকেই ধর্মীয় সম্প্রীতি বলে মনে করছেন। এ বিষয়ে ওয়াসিম রিজমি বলেন, ভগবান রাম আমাদের সবার পূর্বপুরুষ। তাই রামমন্দির নির্মাণ হোক সেখানে। এ কারণে ওয়াসিম রিজভি ফিল্মসের পক্ষ থেকে ৫১ হাজার টাকা রাম-জন্মভূমি নিয়াসের হাতে তুলে দেয়া হবে রামমন্দির নির্মাণের জন্য।

ফলে এই অর্থ এখানে একদিকে সম্প্রীতি অন্যদিকে পাশে থাকার বার্তা হিসাবে দেখছে বিভিন্ন মহল।

উল্লেখ্য, বাবরি মসজিদের যে জমি নিয়ে বিত’র্ক ছিল সেখানে রামমন্দির নির্মাণের রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। আর সরকারকে ৫ একর জমি অন্যত্র ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় বাবরি মসজিদ তৈরি করার জন্য।

স্ত্রী নেই বাসায়, ছাত্রীকে ফোনে অধ্যাপক জানান- ‘এসে রান্না করে দাও’

স্ত্রী বাসায় ছিলেন না। রান্না করারও নেউ নেই। তাই এদিন রাতে রান্না হয়নি অধ্যাপকের বাসায়। কিন্তু কিছু পেটে দিতে তো হবে! সেজন্য মাঝরাতে হোস্টেলের এক ছাত্রীকে ফোন দিয়ে অধ্যাপক বললেন, ‘বাসায় এসে রান্না করে দিয়ে যাও।’

এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। ওই অধ্যাপক উত্তরাখণ্ডের জিবি পন্থ ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির একজন শিক্ষক। একই সঙ্গে, তিনি ওই ছাত্রী হোস্টেলের ওয়ার্ডেন (তত্ত্বাবধায়ক)। এ ঘটনায় তুমুল সমালোচনা চলছে।

অভিযুক্ত ওই অধ্যাপক প্রথমে ওই ছাত্রীকে ম্যাসেজ করে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারপর ফোন করে তার বাসায় আসতে বলেন রান্না করার জন্য। কিন্তু মেয়েটি ফোন কে’টে দিলেও বারবার ওয়ার্ডেন ফোন করেছিলেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। এরপর ছাত্রী বিশ্ববিদ্যায়ের উপাচার্যের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগের প্রমাণ হিসেবে অধ্যাপকের পাঠানো মেসেজটি দেখিয়েছেন ওই ছাত্রী। এ ঘটনায় ওয়ার্ডেনের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে ওই অধ্যাপককে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!