ক্রসফা’য়ারে রোহিঙ্গা যুবক নিহ’ত, সোয়া লাখ ইয়া’বা ও অ’স্ত্র উদ্ধার

0

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশেরর (বিজিবি) সঙ্গে মা’দক কারবারিদের মধ্যে সংঘটিত গোলাগু’লিতে এক রোহিঙ্গা যুবক নিহ’ত হয়েছেন। শুক্রবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় নাফ নদী সংলগ্ন ছ্যুরি খালে এ ঘটনা ঘটে।

নিহ’ত রোহিঙ্গা যুবক নুর কবির (২৮) মিয়ানমারের নাগরিক মোতালেবের ছেলে। অপরদিকে ইয়া-বা পাচা’রকারীদের গু’লিতে ২ বিজিবি সদস্যও আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে সোয়া লাখ পিস ইয়া’বা ও গু’লিসহ একটি আগ্নে’য়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, ছ্যুরি খালের কিনারায় কেওড়া বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি কাদা মাটিতে গর্ত খুঁড়ছিল। এ সময় বিজিবির নিয়মিত টহলদলের চোখে পড়ে যায়। বিজিবি সদস্যরা টর্চের আলোতে তাদের দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে।

তখন কালো পলিথিন মোড়ানো বস্তা নিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছু ধাওয়া করলে তারা অ’তর্কিতে বিজিবির ওপর এলোপাতাড়ি গু’লি চালায়। এ সময় ২ বিজিবি সদস্য আহত হন। আত্ম’রক্ষার্থে বিজিবিও পাল্টা গু’লি করে।

বিজিবির অধিনায়ক বলেন, প্রায় ৭-৮ মিনিট গু’লি বিনিময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে একজনকে গু’লিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়া’বা, ১টি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

আহত ব্যক্তির পকেটে থাকা পরিচয় পত্র দেখে তাকে মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) নুর কবির (২৮) বলে শনাক্ত করা হয়। তাকে বিজিবি সদস্যরা টেকনাফ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছার পর ডাক্তার তাকে মৃ’ত বলে ঘোষণা করেন।

লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান আরও জানান, মা’দক পাচা’রকারী অন্যরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কোনো ধরনের তথ্য জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!