চুয়াডাঙ্গা প্রতিনিধি:
মূল্য তালিকা না টানিয়ে ইচ্ছামতো অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার পাইকারি আড়তে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হাতে অবরু’দ্ধ হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক ম্যাজিস্ট্রেট।
এ সময় অবরু’দ্ধের ছবি তুলতে গিয়ে পেঁয়াজ ব্যবসায়ীদের হাম’লার শিকা’র হয়েছেন এসএম শাফায়েত ও তৌহিদুর রহমান তপু নামে স্থানীয় দুই সাংবাদিক। এতে বাধা দেওয়ায় উত্তে’জিত ব্যবসায়ীরা ২ পুলিশ সদস্যকেও লা’ঞ্ছিত করেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের নিচের বাজারের পাইকারি বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার খুচরা ও পাইকারি বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এডিসি সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বড় বাজারের (নিচের বাজার) আড়ত পট্টির নাফিসা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা এবং জাহাঙ্গীর বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরি’মানা করা হয়।
এতে ক্ষি’প্ত হয়ে ব্যবসায়ীরা অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরু’দ্ধ করেন। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হাম’লা করেন তারা। এতে স্থানীয় ২ সাংবাদিক আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অভিযানে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে উত্তে’জিত ব্যবসায়ীরা ২ পুলিশ সদস্যকেও লা’ঞ্ছিত করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও সাংবাদিকদের উদ্ধার করে।
হাম’লার শিকা’র সাংবাদিক শাফায়েত জানান, আড়তে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ঘেরাও করে রাখার ছবি তুলতে গেলে তাকে এবং তৌহিদুর রহমান তপু নামে আরেক সাংবাদিকে মারধ’র করে ব্যবসায়ীরা। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন ভে’ঙে ফেলা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিসি) সিব্বির আহমেদ জানান, অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির যথাযথ প্রমাণ ও মূল্য তালিকা না টানিয়ে ইচ্ছামতো পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার জানান, ব্যবসায়ীরা যে ঘটনা ঘটিয়েছে তা ন্য’ক্কারজনক। অবশ্যই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।