বিএনপি আঁতাত করে, দোষ হয় শেখ হাসিনার: মেয়র লিটন

0

রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ৯০’র পর বিএনপি ক্ষমতায় এসে কৃষক হ’ত্যা, শ্রমিক হ’ত্যাসহ দেশে মিলকারখানা বন্ধ করে দিয়েছিল। খালেদার আমলে এশিয়ার বৃহৎ পাটকল আদমজী বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করেছিল। ঐ সময়ে বাংলাদেশে পাটকল বন্ধ হলেও ভারতের কলকাতাসহ পশ্চিবঙ্গে ১৭টি পাটকল চালু হয়। বিএনপি করে আঁতাত আর দোষ হয় শেখ হাসিনার।

শনিবার দুপুরে বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভারতের কাছে থেকে আওয়ামী লীগ ন্যায্য হিস্যা নেয়ার চেস্টা করে আর বিএনপি আঁতাত করে। বিএনপি জোট মিথ্যাচার করে সব সময়। তাদের সময়ে দেশ পিছিয়ে যায় আর আওয়ামী লীগ দেশকে সামনে এগিয়ে নেয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। ১১ বছর আগে কেই ভাবেনি পদ্মা সেতু হবে, সড়ক মহাসড়কে ৬ লেন, ৮ লেন হবে, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন হবে। আজ এসব উন্নয়ন কাজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।

উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

সংগঠনের পৌর কমিটির আহবায়ক রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, নাইমুর রাজ্জাক তিতাস, লাইজিন আরা লীনা প্রমুখ।

এসময় পৌর কমিটির যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন শাহীন, মিজানুর রহমান বকুল, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, এ্যাডনিস তালুকদার বাবু সহ সংগঠনের জেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !
  • 262
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!