সময় এখন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যকার চুক্তির বিষয়ে দেশবাসীকে জানাতে তার কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন বিএনপির দুই নেতা।
আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এর আগে তিনি জানিয়েছিলেন, রোববার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির নথি প্রকাশ দাবিতে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয় দলের স্থায়ী কমিটির বৈঠকে। শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানো হবে।
স্থায়ী কমিটির বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেব। আমরা আশা করছি কাল বা পরশুর মধ্যে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছানোর ব্যবস্থা করব।
মির্জা ফখরুল বলেন, চুক্তির বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আমরা চিঠি দেব। সেটি যথাসময়ে তাদের কাছে পৌঁছাবে।
এদিকে এ বিষয়ে সরকার দলীয় শীর্ষ নেতাদের বক্তব্য জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনাগ্রহী আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জানান, ওনাদের (বিএনপি) এমন পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর এমন আচরণই করা উচিৎ। ধ্বং’সাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অশান্ত করে তোলার চাইতে দেশ ও জনগণনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা উচিৎ।
এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে- জানতে চাইলে উক্ত বর্ষীয়ান নেতা বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। তিনি এ বিষয়ে যা সিদ্ধান্ত দেবেন।
114