চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাইকিং করে ১৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
রোববার সকাল থেকে শিবগঞ্জের পেঁয়াজের আড়তে অবস্থিত পেঁয়াজ পাইকারি ১৪০ টাকা ও খুচরা ১৫০ টাকা কেজি হিসেবে বিক্রি শুরু হয়।
শনিবার রাতে ব্যবসায়ীরা জানান, বাজার স্থিতিশীল ও নায্যমূল্যে পেঁয়াজ বিক্রির লক্ষ্যে মাইকিং করে জনসচেতনতা বাড়ানোর প্রতিশ্রুতি অনুযায়ী সকাল থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে স্থানীয় শিল্প ও বণিক সমিতি এবং পেঁয়াজ আড়তদার-ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ।
শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুর রহিম রানা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় গত শনিবার রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে শিবগঞ্জ থানা পুলিশ এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির একটি দল খুচরা-পাইকারি বাজার তদারকি করার সিদ্ধান্ত নেয়। এ সময় শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুর রহিম রানা, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী ও আড়তদাররা উপস্থিত ছিলেন।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ- গড়ালো হাইকোর্টে পর্যন্ত!
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার হাইকোর্টে রিটটি করেন আইনজীবী তানভীর আহমেদ।
পরে রিটটি শুনানির জন্য বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। এতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিবাদীদের ব্যর্থতা কেন অ’বৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
পেঁয়াজের অ-স্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং এ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ৩ নভেম্বর আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মো. মাহমুদুল হাসান।
বাণিজ্য সচিব ও এনবিআরের চেয়ারম্যানকে ৭ দিনের সময় দিয়ে ওই নোটিশে বলা হয়েছিল এ সমস্যার সমাধান করতে না পারলে হাইকোর্টে রিট করা হবে।
তবে নোটিশের জবাব না পাওয়ায় আইনজীবী তানভীর আহমেদ রিট করেন।
1.3K