ফেসবুকে লবণের মূল্যবৃদ্ধির গুজ‌ব ছড়ানোর হোতা ২ যুবক আটক

0

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবু‌কে লব‌ণের মূল্য বৃদ্ধির গুজব ছড়া‌নোর দায়ে র‌হিম (২০) ও অ‌হিদুল ইসলাম (২৮) নামে ২ জনকে আটক ক‌রে‌ছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শহরের নিতাইগঞ্জ ও দিগুবাবুর বাজার থে‌কে তাদের আটক ক‌রে‌ সদর ম‌ডেল থানা পু‌লিশ। আটককৃতরা হ‌ল- দেওভোগের নাগবা‌ড়ি এলাকার আব্দুল হা‌লিমের ছেলে র‌হিম (২০) ও নোয়াখালী ‌বেগমগঞ্জ এলাকার সরু মিয়ার ছেলে অ‌হিদুল ইসলাম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দু’জন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবু‌কে লবণের মূল্য বৃদ্ধি ও বাজারে লবণের সং’কট এমন গুজব ছ‌ড়ি‌য়ে বাজা‌রে অ-স্থিতিশীল করার পায়তারা কর‌ছি‌ল। প্রাথ‌মিক তদ‌ন্তে তারা তাদের অপরা‌ধ স্বীকার ক‌রে‌ছে ব‌লেও জানায় সদর থানা পুলিশ।

এ বিষ‌য়ে সদর ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লব‌ণের দাম বাড়ার গুজব ছড়া‌নো এবং বাজা‌রে লবণ সং’ক‌টের মিথ্যা তথ্য দিয়ে বে‌শি দা‌মে লবণ বিক্রির অ‌ভি‌যো‌গে নিতাইগঞ্জ থে‌কে র‌হিম এবং দিগুবাবুর বাজার থে‌কে অ‌হিদুল না‌মে ২ জন‌কে আমরা গ্রেপ্তার ক‌রে‌ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন।

কুমিল্লায় লবণ-গুজব ঠেকাতে ২১টি অভিযান, সাড়ে ৮ লাখ টাকা জরি’মানা

কুমিল্লা জেলাজুড়ে লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান ২১টি অভিযান পরিচালনা করে ৮ লাখ সাড়ে ৩১ হাজার টাকা জরি’মানা করা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, কুমিল্লায় পর্যাপ্ত লবণ মজুদ আছে। লবণ নিয়ে গুজবে কান দিবেন। যারা লবণ নিয়ে গুজব সৃষ্টি করছে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, লবণ নিয়ে যেন কোন ব্যক্তি বা গোষ্ঠী নৈ’রাজ্য সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে জেলা পুলিশের প্রত্যকটি সদস্য সক্রিয় অবস্থানে রয়েছে। এ পর্যন্ত পুলিশের অভিযানে মজুদকৃত ৮০ বস্তা লবণ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিন্টু ব্যাপারী জানান, কুমিল্লা জেলার ১৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৬ জন সহকারী কর্মকর্তা (ভূমি) এবং ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলে মোট ৪১ জনের টিম পুরো জেলায় অভিযান চালায়।

শেয়ার করুন !
  • 15K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!