পরিবহন ধর্মঘট-নৈরাজ্যের পেছনে কলকাঠি নাড়ছেন তারেক?

0

বিশেষ প্রতিবেদন:

সাম্প্রতিক সময়ে হঠাৎ করে দেশের আর্থ সামাজিক পরিস্থিতি অ-স্থির হয়ে উঠেছে। পেঁয়াজের লাগামহীন দামের উর্ধ্বগতিতে জন জীবন যখন অ’তিষ্ট তার রেশ কাটতে না কাটতেই চালের দামে নয়-ছয় শুরু হয়েছে। চালের দামও লাগামছাড়া বাড়ার প্রবণতা দেখা দিচ্ছে।

এর মধ্যেই গুজব ছড়ানো হয়েছে লবণ নিয়ে। আর লবণ কার’সাজি করে জনগনকে আরেক দফা না’ভিশ্বাস তোলার পায়’তারা চলেছে। বাজার নিয়ে যখন অ-স্থির মানুষ, ঠিক তখনই নতুন সড়ক আইন নিয়ে অ’ঘোষিত পরিবহন ধর্মঘট চলছে। আর সাথে সাথে পাল্লা দিয়ে চলছে নানা রকম গুজব।

মাঝখানে আবার পরপর দু’টি রেল দুর্ঘটনায় সুস্পষ্টভাবে নাশ’কতা এবং ষড়-যন্ত্রের আলামত পাওয়া গেছে। এই অবস্থায় বিশেষজ্ঞ মহলের মাঝে প্রশ্ন উঠেছে যে, এক সাথে এতগুলো অ-স্থিরতা তৈরির ঘটনা কাকতালীয় হতে পারে না। এর পেছনে নিশ্চয় কেউ কলকাঠি নাড়ছে।

অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই কলকাঠি নাড়ার পেছনে মূল হোতা যথারীতি তারেক জিয়া। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত এক দশক ধরেই বাংলাদেশে নানা রকম অ-স্থিরতা তৈরির জন্য ষড়-যন্ত্র এবং আত্মঘা’তী পথ বেছে নিচ্ছেন।

এর আগে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে তারেকের অডিও টেপ ভাইরাল হয়েছিল। লা’শ ফেলে দেওয়ার জন্য তিনি মাহমুদুর রহমান মান্নাকে হায়ার করেছিলেন। এখন বাজার অ-স্থিরতা, পরিবহন ধর্মঘট আর গুজব ছড়ানোর ক্ষেত্রেও তারেকের ষড়-যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে।

অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, গত কয়েক দিনে তারেক ঘনঘন বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন। চট্টগ্রামে আড়তদারদের সঙ্গে তারেকের যোগাযোগের খবরও চাউর হয়েছে। জানা গেছে, যে পেঁয়াজ ন’ষ্ট হবে তার মূল্য দিতে কয়েকজন ব্যবসায়ীকে আশ্বাসও দিয়েছিলেন বলে শোনা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পিছনে তারকে জিয়া এবং তার চিহ্নিত কিছু বাংলাদেশি ক্যাডারদের সক্রিয় যোগাযোগ রয়েছে।

পরিবহন ধর্মঘটের বিষয়ে তারেক জিয়ার যোগসাজশের বিষয় হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। বিএনপির নেতা মির্জা আব্বাসসহ পরিবহন খাতে যুক্ত বিএনপির একাধিক নেতার সঙ্গে তারেক জিয়ার টেলি যোগোযোগের খবর পেয়েছে আইনপ্রয়োগকারী সংস্থা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তারেক জিয়া দ্রুত পরিবহন ধর্মঘট করে একটি অ-স্থিরতা তৈরির চেষ্টা করছে। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর কাজটা করা হচ্ছে লন্ডন থেকে তারেক জিয়ার নেতৃত্বে। আর এই সব কিছু ষড়-যন্ত্র করার একটাই উদ্দেশ্য, আর সেটা হলো দেশকে অ-স্থিতিশীল করা আর সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটাকে ব্য’হত করা।

প্রসঙ্গত, তারেকের এই অ’শুভ তৎপরতা এটাই প্রথম নয়। বিভিন্ন সময় তারেক বাংলাদেশে অ-স্থিরতা সৃষ্টির জন্য কখনো জ’ঙ্গিদের মদদ দিয়েছে, কখনো কোমলমতী শিক্ষার্থীদের উ’স্কে দিয়েছে। কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে। যদি এই ষড়’যন্ত্র ব্যর্থ হয় তাহলে তারেক জিয়ার নেতৃত্ব বিএনপিতে আরেকবার প্রশ্নের মুখোমুখি হবে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!