আইন আদালত ডেস্ক:
কমিশনের বিনিময়ে রোগীর প্রেসক্রিপশনে বিভিন্ন কোম্পানির ফরমায়েশি ও’ষুধ লেখার কারণে ডাক্তারি পেশাটা ন’ষ্ট হচ্ছে বলে জানিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার, ১৯ নভেম্বর সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ কথা জানান।
এ সময়, ভেজাল ও’ষুধ বিক্রির শা’স্তি মৃ’ত্যুদ’ণ্ড বা যাবজ্জী’বন হওয়া দরকার বলেও মন্তব্য করেন আদালত। অল্প সাজা দেয়ায় মোবাইল কোর্টের সুফল পাওয়া যাচ্ছে না ফলে ভেজাল ও’ষুধ বিক্রিও বন্ধ হচ্ছে না বলে জানায় হাইকোর্ট।
আদালত অভিযোগ করেন, মোবাইল কোর্ট অল্প শা’স্তির মাধ্য দিয়ে ব্যবসায়ীদের রক্ষা করছে। মেয়াদোত্তীর্ণ ও’ষুধ নিয়ে রিটের পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর ওই দিন ও’ষুধ শিল্প মালিক সমিতিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।
ফেসবুকে লবণের মূল্যবৃদ্ধির গুজব ছড়ানোর হোতা ২ যুবক আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়ানোর দায়ে রহিম (২০) ও অহিদুল ইসলাম (২৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) শহরের নিতাইগঞ্জ ও দিগুবাবুর বাজার থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হল- দেওভোগের নাগবাড়ি এলাকার আব্দুল হালিমের ছেলে রহিম (২০) ও নোয়াখালী বেগমগঞ্জ এলাকার সরু মিয়ার ছেলে অহিদুল ইসলাম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, তারা দু’জন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লবণের মূল্য বৃদ্ধি ও বাজারে লবণের সং’কট এমন গুজব ছড়িয়ে বাজারে অ-স্থিতিশীল করার পায়তারা করছিল। প্রাথমিক তদন্তে তারা তাদের অপরাধ স্বীকার করেছে বলেও জানায় সদর থানা পুলিশ।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লবণের দাম বাড়ার গুজব ছড়ানো এবং বাজারে লবণ সং’কটের মিথ্যা তথ্য দিয়ে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে নিতাইগঞ্জ থেকে রহিম এবং দিগুবাবুর বাজার থেকে অহিদুল নামে ২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
196