গাঁ’জা টানার চাকরি, মাসে বেতন আড়াই লাখের অধিক!

0

বিশ্ব বিচিত্রা ডেস্ক:

কোন গাঁ’জা কেমন স্বাদের, কোনটির কেমন গুণাগুণ, সেটা ঠিক মতো বলে দেওয়ার জন্য ২ লাখ ৫৪ হাজার টাকার চাকরি অপেক্ষা করছে। চিকিত্সার কাজে ব্যবহৃত গাঁ’জা বিক্রয়কারী একটি কোম্পানি এমন এক ব্যক্তিকে খুঁজছে। তবে চাকরির একটি শর্তও রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি ১৩’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গাঁ’জা বিশেষজ্ঞকে মাসে ৩ হাজার ডলার (বাংলাদেশি টাকায় যা ২ লাখ ৫৪ হাজার ৪২০ টাকা) বেতন দিতে রাজি। ‘আমেরিকান মারিজুয়ানা’ বিভিন্ন ধরনের গাঁ’জা এবং ভাং জাতীয় দ্রব্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে।

তাদের পাঠকরা এই ম্যাগাজিনের রিভিউয়ে জানতে চান, বিভিন্ন ধরনের গাঁ’জা সম্পর্কে। তাদের এই বিশেষজ্ঞকে গাঁ’জা বা ভাংয়ের বিভিন্ন বাক্স পরীক্ষা করে মতামত দিতে হবে। সেজন্য ওই বিশেষজ্ঞ গাঁ’জা টেনে দেখতে পারবেন।

তবে এই চাকরির শর্ত হলো, প্রার্থীকে যুক্তরাষ্ট্র বা কানাডায় বসবাস করতে হবে। কারণ, এখানে চিকিত্সার কাজে ব্যবহৃত গাঁ’জা ব্যবহার আইনসিদ্ধ। চাকরির বিজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই কেউ যদি ভাবেন, শুধু ধূমপান করার জন্য চাকরি পেতে চান, তবে এটি তার জন্য নয়।

এ কাজে, পাঠকদের কাছে সঠিকভাবে নানা প্রকার গাঁ’জা বা ভাংয়ের বিভিন্ন দিক তুলে ধরতে হবে।

এবিসি ১৩ জানিয়েছে, অ্যামেরিকান মারিজুয়ানার এডিটর ইন চিফ ডুয়াইট কে ব্লেক জানিয়েছেন, এরই মধ্যে তারা ৩ হাজারের বেশি আবেদনপত্র পেয়েছেন এই পদের জন্য।

দক্ষ গাঁ’জা চাষীদের কানাডায় চাকরির সুযোগ- ১ লক্ষ ২৫ হাজার পদ

দীর্ঘ ৯৫ বছর পর কানাডা সরকার গাঁ’জা সেবনকে বৈধতা দিয়েছে। এর প্রেক্ষিতে দেশটিতে ব্যবসায়িকভাবে গাঁ’জা চাষ সম্প্রসারনের জন্য উপযুক্ত কর্মী খুঁজছে।

কানাডার লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি আফরিয়া ইনকর্পোরেটেড ক্যারিবিয়ান দ্বীপ ও গুয়েতেমালা থেকে ৫০ জন কর্মীকে প্রাথমিকভাবে নিয়োগ করলেও ১ সপ্তাহের মধ্যে নবনিযুক্ত ৮ জন কর্মী চাকরী ছেড়ে দেন। কোম্পানিটির সিইও জানান, গরমকালে গরম ও আর্দ্রতার কারনে গ্রিন হাউসে কাজ করা কঠিন। তাই কর্মী পাওয়া যাচ্ছে না।

কর্মীর অভাবে বিগত অর্থবছরে প্রায় ১৪ হাজার গাঁ’জা গাছ ন’ষ্ট করতে হয়েছিল কোম্পানিটিকে।

কানাডার সর্ববৃহৎ কোম্পানি ক্যানোপি গ্রোথ কর্পোরেশনের ১ হাজার ২০০টি চাকরির পদ খালি পড়ে রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গাঁ’জা চাষ করা প্রথম ৮টি বড় কোম্পানি প্রায় ১ হাজার ৭০০ কর্মীকে নিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!