জকিগঞ্জের গব্বর সিং- সালাম মেম্বার!

0

সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য চারিগ্রামের মহিবুর রহমান ঢালইর পুত্র আব্দুস সালাম। যার তুলনা হিন্দি শোলে সিনেমার ভিলেন গব্বর সিং। তার বিরু’দ্ধে নির্যা’তন, দখ’লবাজি, নারী কেলে’ঙ্কারীসহ নানা অভিযোগ আছে। তার বর্ব’রতার একটি সাম্প্রতিক ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নি’ন্দা ও প্র’তিবাদের ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, একই ইউনিয়নের নোয়াগ্রামের গ্রামের বাসিন্দা ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবাদুর রহমানের বাড়িতে অনেক মানুষের উপস্থিতিতে এক যুবকের হাত পা বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে পায়ের নীচে পে’টাচ্ছেন তিনি। আর ওই যুবক চিৎকার করে বাঁচার চেষ্টা করছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, ওই যুবকের নাম গিয়াস উদ্দিন। তিনি কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের সফর আলীর পুত্র। ঘটনাটি প্রায় মাস তিনেক আগের। ভিডিওটি ইতিমধ্যে পুলিশের হাতে পৌঁছেছে। এ ছাড়াও সালাম মেম্বারের বিরু’দ্ধে পুলিশ নানা অপরাধের সংবাদ পেয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে ইউপি সদস্য এবাদুর রহমান, আনোয়ার হোসেন ও শাহজাহান নামে ৩ জনকে পুলিশ আটক করেছে এবং আব্দুস সালামকে আটকের চেষ্টা চলছে।

গিয়াস উদ্দিন জানান, স্থানীয় শাহজাহান তার নিকট থেকে ২৫০০ টাকা ধার নিয়েছিল। সে টাকা ফেরত না দেওয়ায় শাহজাহানের একটি মোবাইল ফোন নিয়ে নেয় গিয়াস। এই মোবাইল নেওয়াকে চুরি হিসেবে উল্লেখ করে শাহজাহান ও আনোয়ার গিয়াসকে ধরে এবাদ মেম্বারের বাড়িতে নিয়ে যায়। সেখানেই সালাম মেম্বার গব্বর সিংয়ের কায়দায় নির্যা’তন চালান। গিয়াস জানায় প্রায় দেড় ঘণ্টা নির্যা’তন করা হয়েছে তার ওপর।

গত ১০ নভেম্বর আটগ্রামের আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা আব্দুল মান্নান বিতুলকে পি’টিয়ে হ’ত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহ’ত্যা বলে চালিয়ে দেন সালাম মেম্বার। নিহ’ত বিতুলের চাচাত ভাই শাকিল আহমদ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলেও আজ অবধি মামলা হয়নি।

লিখিত অভিযোগে সালাম মেম্বারের নানা অ’পকর্মের বিস্তারিত বর্ণনা তুলে ধরে বলা হয়, সালাম মেম্বার আশ্রয়ন কেন্দ্রটি তার কব্জায় রেখে নারী ও মা’দকের আখড়ায় পরিণত করেছেন। স্থানীয় পুলিশের সাথে রয়েছে তার সখ্যতা। কেউ সালাম মেম্বারের অ’পকর্মের প্র’তিবাদ করলে তিনি তাদের শায়ে’স্তা করেন বিভিন্নভাবে।

ইতিপূর্বে অভিযোগকারীকে মারধ’র করে বসত ঘরে আগুন দিয়ে তার স্ত্রী ও সন্তানকে মে’রে ফেলা হয়েছে। তার নিহ’ত ভাইয়ের স্ত্রীর সাথে অ’নৈতিক সম্পর্ক ছিল। উক্ত ঘটনার প্র’তিবাদ করায় তাকে জীবন দিতে হয়েছে।

জকিগঞ্জ আশ্রয়ন কেন্দ্রের একাধিক বাসিন্দা জানান, আশ্রয়ন কেন্দ্রের একটি ঘর প্রায় ৬ বছর ধরে দখ’লে রেখে সেখানে নারীদের দিয়ে অ’সামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন সালাম। সরকারি জায়গা ও কেন্দ্রের পুকুর দখ’ল করে তার অ’পকর্মের সাথীদের মাঝে বিতরণ করে দিয়েছেন। আশ্রয়ন কেন্দ্রের যে কোনো নারীর প্রতি তার দৃষ্টি পড়লে সে শক্তি প্রয়োগ করে তাদের সাথে সে অ’বৈধ কাজে লিপ্ত হতে বাধ্য হতো।

সংখ্যালঘু পরিবারের এক সদস্য জানান, সালাম মেম্বারের নির্যা’তনে তার ভাই ১০ বছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, নির্যা’তনের ভিডিওটি আগের হলেও আমরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরু’দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন !
  • 136
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!