সময় এখন ডেস্ক:
এই অগ্নিগর্ভ বাংলাদেশকে বাঁচাতে হলে জরুরি অগ্নিনির্বাপক হিসাবে বেগম খালেদা জিয়াকে ব্যবহার করার কথা বললেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান স্যারকে যারা প্রকাশ্যে আসতে দিচ্ছে না তাদের বলি, তারেক রহমান স্যারের নেতৃত্বে যে পথচলা শুরু হয়েছে সেখান থেকে তাকে সরানোর ক্ষমতায় সরকারের নেই।
আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব’ন্দি থাকা মানে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা বন্দি’। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে আমি মনে করি না। যেদিন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন সেদিন সর্বক্ষেত্রে গণতন্ত্র ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর জনগণের প্রতি যে দায়বদ্ধতা, তা মুক্ত হবে। যে কারণে ব’ন্দি বাংলাদেশকে আমাদের মুক্ত করতেই হবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের অবস্থা হচ্ছে এমন যে, কিল দিলেও ম’রে এবং কিল খাইলেও ম’রে। পেঁয়াজের দাম বাড়বে, আমার মা-বোন ধ-র্ষিত হবে, শিশুবাচ্চা মায়ের কোল থেকে বাসে পি’ষ্ট হবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, গ্যাস বি’স্ফোরণে মানুষ মা’রা যাবে, গুম-খু’ন হবে, কোনো কথা বলা যাবে না। এসব কথা বললে আপনি কিল খাবেন, আর যদি কিলাইতেও যান তাহলে আপনি ম’রবেন কারণ কথিত পুলিশ লীগ, তারা আপনাকে মারবে। এর মধ্য থেকে একটি পথ আপনাদের বেছে নিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী হয়ে গেছে শাজাহান খান ও রাঙ্গা। মালিক সমিতি ও শ্রমিক সমিতি মিলে বাংলাদেশের জনগণকে পি’ষে মা’রছে রাস্তায়। অথচ তাদের ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কোনো আইন প্রয়োগ করা যাবে না। প্রধানমন্ত্রীর চেয়ে বড় এ ধরনের নেতাকে আমরা আওয়ামী লীগের কোলে দেখতে চাই না।
আলাল বলেন, ডিএমপি কমিশনার বলেছেন- আমাদের কারও পিঠের চামড়া থাকবে না যদি আবার আমাদের সন্তানরা রাস্তায় নামে, সে পুলিশ হোক আর শ্রমিক নেতা হোক। সুতরাং আমাদের পিঠের চামড়া বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। পিঠের চামড়া বাঁচাতে হলে তারেক রহমান স্যারের বিরু’দ্ধে সকল নি’ষেধাজ্ঞা তুলে নিতে হবে।
পিঠের চামড়া বাঁচাতে হলে এই যে অগ্নিগর্ভ বাংলাদেশ, এ বাংলাদেশকে জরুরি অগ্নিনির্বাপক হিসাবে বেগম খালেদা জিয়াকে ব্যবহার করার যে সুযোগ হাসিনার কাছে এসেছে তা যদি ব্যবহার না করেন তাহলে কারও পিঠের চামড়া থাকবে না।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।