প্রবাস ডেস্ক:
ইউরোপীয় দেশগুলোকে নিয়ে একটি একীভূত অঞ্চল তৈরি করে সবার যাতায়াত সহজ করা লক্ষ্যে ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে শেনজেন এলাকা এবং শেনজেন ভিসা। ইউরোপের অধিকাংশ এলাকা এই শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। এই ভিসা নিয়ে ৯০ দিনের জন্য বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়।
এই ভিসায় শেনজেনভুক্ত দেশ ছাড়াও তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, ম্যাসিডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, জর্জিয়া, সাইপ্রাস, স্ভালবার্ড (নরওয়ের দ্বীপ) ভ্রমণ করা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
শেনজেন ভিসার আওতাভুক্ত দেশগুলো-
অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন ও হাঙ্গেরি।
এই সবগুলো দেশেই বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে শেনজেন ভিসা নিয়ে যেতে পারেন বাংলাদেশিরা। তবে ৯০ দিন ইউরোপে অবস্থান করা যায় এবং ভিসার মেয়াদ ৬ মাস। ভিসার মেয়াদ থাকাকালীন একই ভিসা ব্যবহার করে বারবার শেনজেন এলাকার দেশগুলোতে প্রবেশ করা যায় তবে সব মিলিয়ে ৯০ দিনের বেশি সেখানে অবস্থান করা যাবে না।
ভিসা নেয়ার সময় গন্তব্য উল্লেখ করতে হয়। বাংলাদেশি ভ্রমণকারীরা ঢাকার যেসব কূটনৈতিক মিশন থেকে ভিসা সংগ্রহ করতে পারেন-
ফরাসি দূতাবাস: ফ্রান্সের ওভারসিজ টেরিটরি মনাকো এবং এন্ডোরা এবং বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা, জিবুতি, গ্যাবন, আইভরি কোস্ট, মৌরিতানিয়া, সেনেগাল, টোগো এসব দেশে মূল গন্তব্য হলেও ফরাসি দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে।
চেক রিপাবলিক: চেক রিপাবলিকে ফ্যামিলি ও ভিজিট ভিসার জন্য দিল্লিস্থ চেক রিপাবলিকের হাই কমিশনে যোগাযোগ করতে হবে।
জার্মান দূতাবাস: জার্মানি ও এস্তোনিয়া ভ্রমণের জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে।
ইতালিয়ান দূতাবাস: ইতালি, গ্রিস ও মাল্টা ভ্রমণের জন্য ইতালির দূতাবাসে যোগাযোগ করতে হবে।
সুইডিশ দূতাবাস: সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পোল্যান্ড, লাটভিয়া, নেদারল্যান্ড এবং স্লোভেনিয়া ভ্রমণের জন্য সুইডিশ দূতাবাসে যোগাযোগ করতে হবে।
সুইস দূতাবাস: সুইজারল্যান্ড ভ্রমণের জন্য সুইজারল্যান্ডের দূতাবাসে যোগাযোগ করতে হবে।
স্প্যানিশ দূতাবাস: স্পেন ভ্রমণের জন্য স্পেনের দূতাবাসে যোগাযোগ করতে হবে।
ভিসা আবেদন যেভাবে করবেন যেভাবে:
ভিসা আবেদন ফরমের দু’পাশে প্রতিটি ঘর পূরণ করতে হবে। কোনো ঘর ফাঁকা থাকলে বা ভুল তথ্য থাকলে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করা হয় না। আবেদন ফরমের ১ কপি জমা দিলেই চলবে আর তাতে অবশ্যই তারিখসহ স্বাক্ষর থাকতে হবে।
আবেদন ফরমের সাথে যেসব কাগজপত্র প্রয়োজন হবে:
সাম্প্রতিক তোলা ২ কপি ছবি। সাদা পটভূমিতে ছবি তুলতে হবে, চোখে কালো চশমা বা মাথায় টুপি জাতীয় কিছু রাখা যাবে না আর ছবিতে অবশ্যই পুরো মুখমণ্ডল আসতে হবে।
ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্টের ডাটা পেজগুলোর পরিষ্কার ফটোকপি যুক্ত করতে হবে।
সবগুলো শেনজেন দেশে প্রযোজ্য এবং অন্তত ৩০ হাজার ইউরো মূল্যমানের স্বাস্থ্য বীমা প্রয়োজন হবে। যা শেনজেন ট্রাভেল ইন্স্যুরেন্স বলা হয়ে থাকে।
জমা দেয়া প্রতিটি কাগজের মূলকপির সাথে ১টি করে ফটোকপিও দিতে হবে। কোনো কাগজ বাংলায় থাকলে সেটার সাথে ইংরেজি বা জার্মান অনুবাদও যুক্ত করতে হবে।
বিজনেস ভিসার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে:
ভ্রমণকারী যে দেশে যেতে চাইছেন সে দেশের কোম্পানির পাঠানো আমন্ত্রণপত্রের মূলকপি প্রয়োজন হবে। এই আমন্ত্রণপত্র অবশ্যই ইংরেজি বা জার্মান ভাষায় হতে হবে।
ভ্রমণকারী বাংলাদেশের যে কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভ্রমণে যাচ্ছেন সে কোম্পানি বা প্রতিষ্ঠানের তরফে ভ্রমণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে লেখা চিঠি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের মালিকের জন্যও একই নিয়ম প্রযোজ্য।
বিগত ৩ মাসে কোম্পানির ব্যাংক হিসাব বিবরণী লাগবে। কোম্পানির সার্টিফিকেট অব ইনকর্পোরেশন অথবা মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (প্রযোজ্য ক্ষেত্রে)।
ট্রেড লাইসেন্স:
বাংলাদেশে এবং বাইরে লেনদেনের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)। শেনজেন দেশগুলো আয়োজিত বাণিজ্য মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে আরও অতিরিক্ত কিছু কাগজপত্র প্রয়োজন হবে। যেমন-
হোটেলের ঠিকানাসহ হোটেল রিজার্ভেশন এবং স্টল বরাদ্দ হয়ে থাকলে এক্সিবিটর পাস।
বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যের সাথে দেখা করতে যেতে যেসব কাগজপত্র প্রয়োজন হবে:
যার সাথে দেখা করতে যাওয়া হচ্ছে তার স্বাক্ষরিত গ্যারান্টি ফরম, ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), হোটেল বুকিং (প্রযোজ্য ক্ষেত্রে)। হোটেল বুকিং কনফার্মেশনের ই-মেইল প্রিন্ট আউট গৃহীত হয় না।
অন্তত বিগত ৩ মাস সময়কালে ব্যক্তিগত হিসাব বিবরণী, ভ্রমণকারী যার সাথে দেখা করতে যাচ্ছেন তার সাথে সম্পর্কের প্রমাণপত্র এবং ফ্লাইট রিজার্ভেশন কপি।
ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র:
হোটেল বুকিং (প্রযোজ্য ক্ষেত্রে)। হোটেল বুকিং কনফার্মেশনের ই-মেইল প্রিন্ট আউট গৃহীত হয় না। ভ্রমণকারী কোন কোন জায়গায় ভ্রমণ করতে চলেছেন তার বিস্তারিত। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে)।
অন্তত বিগত ৩ মাস সময়কালে ব্যক্তিগত হিসাব বিবরণী।
শিশুদের ক্ষেত্রে:
বাবা-মা বা বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে। এ ছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে।
এয়ারপোর্ট ট্রানজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
শেনজেন এলাকা ছাড়ার পর ভ্রমণকারী যে দেশে যাচ্ছেন সে দেশের ভিসা, ফ্লাইট রিজার্ভেশন, প্রথমবার ভ্রমণের ক্ষেত্র বিজনেস ভিসা সংক্রান্ত সব ধরনের কাগজপত্র প্রয়োজন হবে, ট্রানজিট ভিসার ক্ষেত্রে স্বাস্থ্যবীমা প্রয়োজন হয় না।
প্রয়োজনীয় তথ্য:
ভ্রমণের নির্ধারিত তারিখের ৪ থেকে ৬ সপ্তাহ আগে ভিসা আবেদনপত্র জমা দেয়া উচিত। সাধারণত ৭ কর্মদিবসের মধ্যেই শেনজেন ভিসা ইস্যু হয়ে যায়। তবে কাগজপত্র যাচাইয়ের প্রয়োজন হলে ৪ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্ট সংগ্রহের সময়ই ভিসা কীভাবে দেয়া হয়েছে সেটা দেখে নেয়া উচিত। কোনো সমস্যা থাকলে সাথে সাথে ভিসা কাউন্টারে জানাতে হবে।
নকল বা জা’লিয়াতি করা পাসপোর্ট জমা দিলে সেগুলো ক্রোক করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়। শুধু ভিসা আবেদনের সময়ই নয়, শেনজেন এলাকার দেশগুলোতে প্রবেশের সময়ও আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে হয়। শেনজেন ভিসাই শেনজেন এলাকায় প্রবেশের একমাত্র নিশ্চয়তা নয়।
প্রতিটি ভিসার জন্য ৬০ ইউরো এডমিনিস্ট্রেশন ফি হিসেবে জমা দিতে হয়। ভিসার জন্য সাক্ষাৎকারের পরপরই এই ফি দিতে হয়। দূতাবাসে ভ্রমণের আমন্ত্রণপত্র না পাঠিয়ে ভিসা আবেদনকারীর কাছে আমন্ত্রণপত্র পাঠাতে হবে এবং তিনি ভিসা আবেদনের সাথে আমন্ত্রণপত্র জমা দেবেন।
সব কিছুর শেষে যা বলব কোনো প্রকার জাল কাগজপত্র কোনোভাবেই যেন শেনজেন ভিসা আবেদনে ব্যবহার না করা হয়। অ’সাধু পন্থায় কিছু করতে গেলে ধারা অনুযায়ী ৫-১০ বছরের এন্ট্রি ব্যানের বিধান আছে ইউরোপিয়ান আইনে।