স্পোর্টস ডেস্ক:
ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রি টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় মাথায় আঘা-ত পান লিটন দাস ও নাঈম হাসান। ভারতীয় পেসার ইশান্ত শর্মার বল হেলমেটে আঘা’ত করলে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন। আর মোহাম্মদ শামির বলে আঘা’ত পেয়ে মাঠ থেকে উঠে যান স্পিন অলরাউন্ডার নাঈম। দু’জনকেই হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হয়েছে।
গোলাপি বলের এই টেস্ট ম্যাচে চোট পাওয়া বাংলাদেশের দুই ব্যাটসম্যানের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামে বসে খেলা দেখা প্রধানমন্ত্রী দু’জনকেই প্রেসিডিয়াম বক্সে ডেকে পাঠান। দু’জনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি।
দিনের খেলা শেষ হওয়ার পর পরই এ দুই টাইগারের খোঁজ নেন ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী। অবশ্য ততক্ষণে স্বস্তি মিলেছে বাংলাদেশ শিবিরে। স্ক্যান রিপোর্টে লিটন-নাঈমের মাথায় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে এই টেস্টে আর খেলা হবে না তাদের। ঐতিহাসিক এই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন দু’জনই।
পরে ‘কনকাশন’ বদলি নিয়মে লিটনের পরিবর্তে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ। আর নাঈমের জায়গায় খেলছেন তাইজুল ইসলাম। ম্যাচের বাকি অংশও খেলতে হবে তাদেরই।
রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ভালো খেলেন লিটন। ২৭ বলে ২৪ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন তিনি। নাঈমও ভালো খেলছিলেন। তার ব্যাট থেকে আসে ১৯ রান। তবে ভাগ্য সহায় না হওয়ায় ম্যাচ থেকেই ছিটকে পড়লেন তারা।
বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করবে পশ্চিমবঙ্গ
বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছেন।
মমতা বলেন, পশ্চিমবঙ্গে বাইসাইকেলের বিশাল চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গে বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগাতে পারে। এ বিষয়ে দুটি প্রস্তাব রেখে মমতা বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে বাইসাইকেল শিল্প স্থাপন করতে পারে এবং তার সরকার তাদের জন্য জমি বরাদ্দ দেবে।
তিনি বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে এ জাতীয় শিল্প স্থাপন করতে পারেন। এতে পরিবহন ব্যয় অনেকাংশে হ্রাস পাবে।
149