এন্ড্রু কিশোরের চিকিৎসায় প্রয়োজন আরও ২ কোটি টাকা

0

বিনোদন ডেস্ক:

গত ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বনামধন্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সেখানের আড়াই মাসের চিকিৎসায় শিল্পীর অবস্থা এখন ভালোর দিকে।

এন্ড্রু কিশোরের সঙ্গে কথা বলার পর শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনকিকে জানিয়ে সংগীতশিল্পী মোমিন বিশ্বাস বলেন, গত ১১ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দাদার মোট ১২টি কেমোথেরাপি শেষ হয়েছে।

আগামী ২৬ নভেম্বর থেকে আরও ১২টি কেমোথেরাপি দেওয়ার কাজ শুরু হবে বলে সেখানকার চিকিৎসক জানিয়েছেন- এমনটাই জানান তিনি।

বর্তমানে এন্ড্রু কিশোরের শরীর অনেকটা ভালো- উল্লেখ করে মোমিন বিশ্বাস বলেন, যথাযথভাবে তার চিকিৎসা চলছে।

দেশের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়ে ‘হায়রে মানুষ রঙ্গিন ফানুস’ -খ্যাত সংগীতাঙ্গনের এই গুণী শিল্পীর পাশে যারা যারা আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংগীত পরিচালক ফরিদ আহমেদ গণমাধ্যমটির সাথে আলাপচারিতায় বলেন, আজ (২৪ নভেম্বর) সকালে দাদার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খুব ভেঙে পড়েছেন। আবেগী হয়ে গেছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন আরও প্রায় ২ কোটি টাকা।

প্রখ্যাত এই শিল্পীর কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো প্রয়োজন- বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছেন।

তিনি আরও বলেন, দাদাকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরইমধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছে।

প্রয়োজন আরও অনেক টাকা। আশা করবো দেশের মানুষও তার পাশে দাঁড়াবেন। তাকে আমরা হারাতে চাই না- যোগ করেন ফরিদ আহমেদ।

এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। গত ৮ সেপ্টেম্বর গণভবনে এই শিল্পীর হাতে প্রধানমন্ত্রী চেকটি তুলে দেন।

প্রায় ৪০ বছর ধরে ১৫ হাজারের বেশি গান গেয়েছেন এন্ড্রু কিশোর। সর্বমোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। সেখানে তার সঙ্গে রয়েছেন স্ত্রী লিপিকা এন্ড্রু।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!