ছাত্রলীগের বিত’র্কিতদের বাদ দেয়া হবে এ মাসেই, এরপরই কমিটি দেয়া হবে

0

সময় এখন ডেস্ক:

অ’পকর্মে জড়িত থাকলেই ছাত্রলীগ থেকে বহি’ষ্কার- এমন নীতি গ্রহণ করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে কমে এসেছে অ’পকর্মের মাত্রা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম নির্দেশনা ‘প্রোটোকল ছাড়া চলা’, মধুর ক্যান্টিনে নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বসা এবং গতানুগতিক জীবনযাপন করায় নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন তারা।

তবে প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্রীয় কমিটি থেকে বিত’র্কিতদের বহি’ষ্কার না করা এবং কমিটির মেয়াদ দেড় বছরে পা দিলেও বিভিন্ন ইউনিটের কমিটি না দেয়ায় জটিলতাও বেড়েছে সংগঠনটিতে। এতে ক্ষু’ব্ধ বিভিন্ন ইউনিটের শীর্ষপদের প্রার্থীরা। সংগঠনের এমন মন্থর গতিতে কার্যক্রম চালানোয় তাদের প্রতি ক্ষু’ব্ধ কেন্দ্রীয় নেতারাও। তাদের অভিযোগ, দেড় মাস দায়িত্ব গ্রহণের পরও কেন্দ্রীয় নেতাদের দায়িত্বভার বুঝিয়ে দেয়া হয়নি। এমনকি কেন্দ্রীয় কমিটিতে যাদের পদ দেয়া হয়েছে তাদের নামে চিঠিও পাঠানো হয়নি। এতে ক্ষু’ব্ধ হয়ে তারা নতুন সম্মেলনের দাবি জানিয়েছেন।

গত বছরের মার্চে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের ২৯তম সম্মেলন। এতে সভাপতি হিসেবে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রাব্বানীকে মনোনীত করা হয়। কিন্তু দুর্নীতি, সরকারের বড় বড় প্রকল্পে চাঁদা’বাজি এবং টাকার বিনিময়ে কমিটি দেয়াসহ নানা অ’পকর্মের দায়ে তাদের সংগঠন থেকে অ’ব্যাহতি দেয়া হয়। তাদের অ’ব্যাহতির পর নিয়মানুসারে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্য।

ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে আশার জোয়ার সৃষ্টি হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। পর্যবেক্ষণ করে দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগের ১১১টি সাংগঠনিক জেলা ইউনিটের মধ্যে ১০৮টি কমিটিই মেয়া’দোত্তীর্ণ। এর মধ্যে ৫টি ইউনিটের সম্মেলন করলেও তার কোনো কমিটি দিতে পারেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করলে সেখানে বিত’র্কিত ব্যক্তিকে অ’নৈতিক সুবিধা নিয়ে পদ দেয়ার অভিযোগ উঠেছে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরু’দ্ধে। এছাড়া নড়াইল জেলা কমিটি করলেও সেখানে সম্মেলনের মাধ্যমে কমিটি দিতে পারেননি জয়-লেখক।

নড়াইল জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান জয় বলেন, আমরা জেলা পর্যায়ে কমিটি দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে ও তাদের পরামর্শ নিয়ে করতে হয়। সেখানে আমাদের (ছাত্রলীগ) সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হয়ে যাওয়ায় সম্মেলন করেনি।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি দেয়া ছাত্রলীগের একটি ঐতিহ্য। ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলনের মাধ্যমে একত্রিত হতে পারে। সম্মেলন ছাড়া ছাত্রলীগের কমিটি করা দুঃখজনক।

নড়াইল জেলা কমিটি প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করা নিয়ে ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন বলেন, ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত কমিটির জেলা কমিটি করার ক্ষমতা নেই। নড়াইল জেলা ছাত্রলীগের কমিটি মাশরাফি ভাই নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বলে কমিটি করেছেন। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক মাত্র স্বাক্ষর করে প্রেস রিলিজের মাধ্যমে তা প্রকাশ করেছে।

এদিকে ১০৮টি মেয়াদো’ত্তীর্ণ জেলা কমিটির ২৫-২৭টি কমিটি ৭-১০ বছর ধরে চলছে। এসব জেলায় কমিটি না হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষো’ভ প্রকাশ করেছেন।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান বলেন, ১০৮টি কমিটির সবগুলোই আমরা করে যেতে চাই। কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা চাইলেই ২ জনের নাম উল্লেখ করে কমিটি দিতে পারি না। আমাদের অনেক কিছু পর্যবেক্ষণ করতে হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে যেসব কমিটি দীর্ঘদিন ধরে মেয়া’দোত্তীর্ণ সেসব কমিটি আগে করা হবে। ছাত্রলীগের নেতৃত্ব ছাত্রদের হাতেই থাকবে।

জেলা কমিটি করার বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সামনে আওয়ামী লীগের সম্মেলন। এ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের কমিটি হচ্ছে। আওয়ামী লীগের সম্মেলনের পর আমরা ধীরে ধীরে সবগুলো কমিটি করার চেষ্টা করব। যেসব জেলা কমিটি বেশি পুরোনো সেগুলোতে আগে কমিটি করব এবং যেসব জেলায় এখনও কমিটি পূর্ণাঙ্গ হয়নি সেসব জেলায় দ্রুত সময়ের মধ্যে করে ফেলব।

চলতি মাসেই বিত’র্কিতদের তালিকা প্রকাশ

এ বছরের মে মাসে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হলে তাতে অনেক বিত’র্কিত ব্যক্তিকে পদায়ন করা হয় বলে অভিযোগ করে ছাত্রলীগের পদব’ঞ্চিত একটি পক্ষ। পদব’ঞ্চিতরা ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ১০৮ জনই বিত’র্কিত ব্যক্তির নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করে এবং এদের পদায়নের প্র’তিবাদে ও তাদেরকে দল থেকে বহি’ষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও অনশন করেন পদব’ঞ্চিত নেতারা।

পদব’ঞ্চিত নেতাদের তোপের মুখে তখনকার ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ১৯ জনের বিরু’দ্ধে অভিযোগের সত্যতা পায়। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিত’র্কিত ব্যক্তিদের অল্প সময়ের মধ্যে দল থেকে বহি’ষ্কার ও শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে পূরণ করা ঘোষণা দিলেও ৬ মাসে তার বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, এ মাসের (নভেম্বর) ভেতর বিত’র্কিতদের তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে।

তবে পদব’ঞ্চিতদের মধ্য থেকে কাউকে এসব পদে পদায়ন করা হবে কিনা- এ প্রশ্নের উত্তরে কোনো জবাব দেননি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

৬ মাসেও দায়িত্ব বুঝে পাননি পূর্ণাঙ্গ কমিটির নেতারা

পূর্ণাঙ্গ কমিটির ৬ মাস অতিবাহিত হয়ে গেলেও দায়িত্ব বুঝে পাননি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। এতে অনেকে ক্ষো’ভ প্রকাশ করেছেন। বর্তমানে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতারা মধুর ক্যান্টিনে আসা-যাওয়া ছাড়া আর কোনো সাংগঠনিক কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন বলেন, আমরা ৬ মাস অতিক্রম করার পরও সাংগঠনিক কোনো দায়িত্ব খুঁজে পাইনি। ছাত্রলীগের বর্ধিত সভায় এ বিষয়ে প্রস্তাব তোলা হলেও তার কোনো জবাব দেননি তৎকালীন সভাপতি-সাধারণ সম্পাদক। সাধারণত কেন্দ্রীয় কমিটির নেতাদের দু-একটি জেলা নির্দিষ্ট করে কর্মবণ্টন করা হয়ে থাকে। কেন্দ্র থেকে জেলা শাখার সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে এবং তাদের মধ্যে কোনো সমস্যা হলে তা নিজেরা সমাধান করার চেষ্টা করা হয়ে থাকে বা সভাপতি-সাধারণ সম্পাদকে জানিয়ে সমাধান করা হয়ে থাকে কিন্তু শোভন-রাব্বানী কমিটির মতো তারাও আমাদের দায়িত্ব বুঝিয়ে দেবে বলে ঘোরাচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, এ মাসে বিত’র্কিতদের বাদ দেয়া হবে। তারপরই আমরা সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেব। বিত’র্কিতদের যেন কোনো দায়িত্ব না পায় সে জন্য আমাদের দেরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সবার যার যার দায়িত্ব বুঝে পেয়ে যাবে।

সম্মেলন চায় ছাত্রলীগের একাংশ

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পর থেকে সংগঠনের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরু’দ্ধে নানা অভিযোগ আসতে থাকে। তারপর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তাদের বিরু’দ্ধে অভিযোগ গুরুতর হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ’চ্যুত হন। তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে আল নাহিয়ান খান জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে মনোনীত করা হয়।

তাদের প্রতি অনেকের আস্থা ফিরলেও পদব’ঞ্চিতরা ক্ষো’ভ প্রকাশ করেন। ছাত্রলীগের বিত’র্কিত মুক্ত আন্দোলনের মুখপাত্র রাকিব হোসেন এ বিষয়ে বলেন, বর্তমান কমিটি ছাত্রলীগের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। দীর্ঘদিন ধরে বিত’র্কিতদের দল থেকে বহি’ষ্কার করার জন্য আমরা দাবি-দাওয়া করে আসছি কিন্তু তারা আমাদের দাবি আমলে নিচ্ছে না। বিভিন্ন জেলা ইউনিটের কমিটি করতে পারছে না। ছাত্রলীগের এ কমিটি গঠন হওয়ার পরে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থ’বির হয়ে পড়েছে। ছাত্রলীগ এভাবে চলতে পারে না। আমরা অবিলম্বে দলীয় হাইকমান্ডের মাধ্যমে সম্মেলনের দাবি জানাচ্ছি।

সম্মেলনের বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, নেত্রী আমাদেরকে কঠিন সময়ে নেতৃত্ব তুলে দিয়েছেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছি। বুয়েটে আবরার খু’ন হওয়ার পর ছাত্রলীগের ইমেজে ব্যাপক ধা’ক্কা লাগে। আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কমিটির মেয়াদ এখনও আরও ৮ মাসের বেশি সময় আছে। তবে নেত্রী আজ বললে আজই আমরা সম্মেলন করতে প্রস্তুত। আমরা সবসময় আমাদের নেত্রীর যে কোনো নির্দেশনা মাথা পেতে নেব।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!