সময় এখন ডেস্ক:
আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় জ’ঙ্গি সংগঠন আইএসের টুপি দেখা গেছে। এ টুপি কীভাবে তার কাছে পৌঁছাল এ বিষয়টি নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন।
আইনমন্ত্রী আনিসুল হককেও এ বিষয়ে সাংবাদিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ টুপি কীভাবে এলো বলতে এখনই পারবো না, তবে কীভাবে এলো অবশ্যই তদন্ত করে দেখতে হবে। আমি অবশ্যই সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।
আজ বুধবার রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জ’ঙ্গি হাম’লার ঘটনায় দায়ের করা মামলার ৭ আসামির মৃ’ত্যুদ’ণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জ’ঙ্গি হাম’লার ঘটনায় সন্ত্রা’সবিরো’ধী আইনে করা মামলায় ৭ জ’ঙ্গির মৃ’ত্যুদ’ণ্ডের রায় হয়েছে। আর খালাস পেয়েছে মিজানুর রহমান ওরফে বড় মিজান।
আজ বুধবার ঢাকার সন্ত্রা’সবিরো’ধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই ভ’য়াবহ জ’ঙ্গি হাম’লা মামলার রায় ঘোষণা করেন। প্রায় সাড়ে ৩ বছর পর ভ’য়াবহ এই জ’ঙ্গি হাম’লা মামলার রায় ঘোষণা হলো।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগা’র থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে নেমে আঙুল উঁচিয়ে হাসিমুখে আদালতের ভেতর প্রবেশ করে ৮ আসামি। এরমধ্যে একজনের পায়ে সমস্যা থাকায় সে ক্রাচে ভর করে আদালতে প্রবেশ করে। পরে রায় ঘোষণা উপলক্ষে এজলাসে হাজির করা হয় এ মামলার ৮ আসামিকে।
ওই জ’ঙ্গি হাম’লায় নিহ’ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিমের মা করিমন নেছা। মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের নিজ বাড়িতে তাৎক্ষণিক প্রতি’ক্রিয়ায় তিনি বলেন, আজকের দিনটির জন্য সাড়ে ৩ বছর অপেক্ষা করেছি। অভিযুক্তদের ফাঁ’সির রায় হওয়ায় আমি সন্তষ্ট। দ্রুত এই রায় কার্যকরের দাবি জানাচ্ছি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতি’ক্রিয়ায় বলেন, সন্ত্রা’সবিরো’ধী আইনে জ’ঙ্গিদের বিচার করা হয়েছে। তাদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী দেলয়ার হোসেন জানিয়েছেন, উচ্চ আদালতে আবেদন করা হবে।
126