লন্ডনে বিএনপি নেতা, দেশে এসে আওয়ামী লীগের কমিটিতে!

0

সময় এখন ডেস্ক:

কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিনকে সভাপতি এবং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়াকে সাধারণ সম্পাদক করে, গত সোমবার (২৫ নভেম্বর) রাতে ঘোষণা করা হয়ে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি। ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক হিরণ মিয়াকে অনু-প্রবেশকারী উল্লেখ করে তাকে অ’ব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

জানা গেছে, হিরণ মিয়া লন্ডনের বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে যুক্ত ছিলেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় হিসেবে তিনি সেখানে চেনা মুখ। কিন্তু দেশে এসে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিলে মিশে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকদিন ধরে।

এদিকে সাধারণ সম্পাদক হিরণ মিয়াকে অ’ব্যাহতি দেওয়ার দাবি নিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথা বলবেন বলে আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে নতুন কোন কর্মসূচি দেননি তারা।

এ ব্যাপারে খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেলাল বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিরণ মিয়া লন্ডনে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি লন্ডনের বিএনপির একটি কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তৃণমূলের দাবি ছিল সম্মেলনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন। কিন্তু তা না করে অনু-প্রবেশকারী একজনকে সাধারণ সম্পাদক করায় আমরা এর প্র’তিবাদ জানিয়েছি এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেছি। পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেওয়ায় এখন আর কোন কর্মসূচিতে যাচ্ছি না।

তৃণমূল নেতারা বলেন, দীর্ঘ ১৪ বছর পর সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। তারা বলেন, আমাদের প্রত্যাশা ছিল, নেতারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করবেন। কিন্তু সম্মেলনে তৃণমূলের মতামত ছাড়া কমিটি চাপিয়ে দেয়া হয়। এতে আমরা অত্যন্ত ক্ষু’ব্ধ ও ম’র্মাহত হয়েছি।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- ৩নং খাদিমনগর ইউনিয়নের সভাপতি মো. তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গেদন মিয়া, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, ৬নং টুকের বাজার ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত,

৮নং কান্দিগাঁও ইউনিয়নের সভাপতি মো. মো. আজম আলী, ৭নং মোগলগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আশিক মিয়া, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিলাল, আওয়ামী লীগ নেতা জামাল মোহাম্মদ, ফারুক খান প্রমুখ।

শেয়ার করুন !
  • 1.5K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!