সময় এখন ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের এক প্রস্তুতি সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে আগামী বছর মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ:
গতকাল সকালে ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-ম্যারিন সুও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি ফ্রান্স সমর্থন অ’ব্যাহত রাখবে।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ফ্রান্সের টেকসই জ্বালানি নীতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন। স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
মুক্তিযু’দ্ধবিষয়ক ৪ প্রকল্প:
বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযো’দ্ধাদের কল্যাণে মুক্তিযু’দ্ধ মন্ত্রণালয় গৃহীত প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার পাশাপাশি প্রকল্পগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
প্রকল্প ৪টি হচ্ছে- সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়), অ’সচ্ছ্বল মুক্তিযো’দ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প, মুজিবনগর মুক্তিযু’দ্ধ স্মৃ’তিকেন্দ্র স্থাপন প্রকল্প এবং মুক্তিযু’দ্ধভিত্তিক প্যানোরমা নির্মাণ প্রকল্প।
মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্ট তৌফিক-ই-এলাহী চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পিএমও সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম এবং স্থাপত্য বিভাগের প্রধান স্থপতি এএসএম আমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফুর রহমান পাওয়ার পয়েন্টে প্রকল্পগুলো উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রীর স্পেন সফর:
জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন-কপের ২৫তম বার্ষিক সম্মেলনে অংশ নিতে ১ ডিসেম্বর স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হবে এই সম্মেলন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।
681