বিএনপিকে ধ্বং’স করতে তাদের নেতাকর্মীরাই যথেষ্ট: কাদের

0

সময় এখন ডেস্ক:

বিএনপিকে ধ্বং’স করার জন্য দলটির নেতাকর্মীরাই যথেষ্ট বলে মনে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তারা বলে র‌্যাব-পুলিশ দিয়ে তাদের রাজনীতি ধ্বং’স করা হচ্ছে। তাদের নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বং’স করার জন্য যথেষ্ট, আওয়ামী লীগকে দরকার হবে না।

র‌্যাব-পুলিশ দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে না বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমাদের (আওয়ামী লীগ) ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হয়েছে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। রাজনীতিতে, আন্দোলনে, জনগণের সাড়া না পেয়ে এখন তারা ষড়’যন্ত্রের পথ বেছে নিয়েছে।

দেশে যেভাবে জ’ঙ্গি দ’মন চলছে, অনেক উন্নত দেশও পারেনি: তথ্যমন্ত্রী

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হাম’লা মামলার মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত ২ আসামির মাথায় আন্তর্জাতিক জ’ঙ্গি সংগঠন আইএসের টুপি পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হাম’লা মামলার মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত ২ আসামির মাথায় আন্তর্জাতিক জ’ঙ্গি সংগঠন আইএসের প্রতীকসংবলিত টুপি পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে যা বেরিয়ে আসবে, সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

হাছান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে উ’দ্বিগ্ন হওয়ার কারণ নেই। দেশে যেভাবে জ’ঙ্গি দম’ন করা হচ্ছে, তা অনেক উন্নত দেশও করতে পারেনি।

গতকাল বুধবার দুপুরে হলি আর্টিজান হাম’লা মামলায় ৭ জনের মৃ’ত্যুদ’ণ্ডের রায় দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে আদালতে তোলার সময় আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় ‘আইএস টুপি’ দেখা গেছে। রায় ঘোষণার পরে দ’ণ্ডপ্রাপ্তদের আদালত থেকে কারাগা’রে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার পর আরও এক জ’ঙ্গির মাথায় ওই টুপি দেখা যায়। তবে পুলিশি হেফাজতে থাকার পর তারা কীভাবে এ টুপি পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন !
  • 373
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!