আন্তর্জাতিক ডেস্ক:
পেঁয়াজ নিয়ে পা’গলপ্রায় অবস্থা বাংলাদেশের সর্বত্র। ভারত পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেওয়ার পর থেকেই লাগামহীন এর দাম। পরিস্থিতি সুবিধার নয় প্রতিবেশী দেশটিরও। সেখানেও দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বাংলাদেশের মতো ভারতেও সরকারিভাবে চলছে পেঁয়াজ বিক্রি।
বাজারের চেয়ে অর্ধেক দামে পেঁয়াজ কিনতে স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি পড়ে যায় সবখানেই। পেঁয়াজ কিনতে গিয়ে দেশটিতে ধা’ক্কাধা’ক্কি, মা’রামারি, এমনকি পাথর নিক্ষেপের ঘটনা পর্যন্ত ঘটেছে।
এ কারণে প্রাণ বাঁচাতে অভিনব এক উপায় বের করেছেন বিহারের সরকারি পেঁয়াজ বিক্রেতারা। মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন তারা।
শনিবার (৩০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সারাদেশের মতো বিহারেও পেঁয়াজের দাম চড়া। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ রুপিতে। পরিস্থিতি সামাল দিতে ৩৫ রুপি কেজি দরে ট্রাক সেলের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে সরকার।
জানা যায়, প্রত্যেককে সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ রুপি কেজিতে। তবে বাড়িতে অনুষ্ঠান থাকলে বিশ্বাসযোগ্য প্রমাণ দেখালে পাওয়া যাবে সর্বোচ্চ ২৫ কেজি।
এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে অনেক জায়গাতেই ধা’ক্কাধা’ক্কি, মা’রামারি, পদপি’ষ্টের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত পুলিশ মোতায়েন না থাকায় শনিবার হেলমেট পরেই পেঁয়াজ বেচতে এসেছেন সরকারি বিক্রেতারা।
বিহার সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানান, সরকারিভাবে কম দামে পেঁয়াজ বিক্রির সময় পাথর নিক্ষেপ ও পদপি’ষ্টের ঘটনা ঘটেছে। সরকার কোথাও পুলিশ দেয়নি। তাই হেলমেট পরে নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছেন বিক্রেতারা।
বরিশালে যে ৫টি স্থানে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হবে রোববার থেকে
বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় ২য় দফায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি রোববার (১ ডিসেম্বর) শুরু হবে।
শনিবার (৩০ নভেম্বর) বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে বাংলাদেশর বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও পেঁয়াজের বাজার অ-স্থিতিশীল ছিল। কিছু অ’সাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় পেঁয়াজের কৃত্রিম সং’কট সৃষ্টির মাধ্যমে বাজার অ-স্থিতিশীল করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবির পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রথম দফায় টিসিবি’র মাধ্যমে ৫ হাজার কেজি পেঁয়াজ খোলাবাজারে ৪৫ টাকা দরে বরিশালের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তবে গত কয়েকদিন বন্ধ থাকার পর রোববার ফের এ কার্যক্রম শুরু হবে।
জানা গেছে, ৪৫ টাকা দরের এ পেঁয়াজ বরিশাল নগরের ৫টি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে (খোলা বাজারে) টিসিবির ডিলারদের মাধ্যমে বিক্রি করা হবে।
এসব পয়েন্ট হচ্ছে- বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে, আমতলা মোড় পানির ট্যাংকি সংলগ্ন, বটতলা চৌমাথা বাজার এবং রূপাতলী চান্দুর মার্কেট এলাকা।
এদিকে টিসিবি সূত্র বলছে, মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বিক্রির জন্য ৫ ডিলারদের ১ হাজার কেজি করে মোট ৫ হাজার কেজি পেঁয়াজ বিক্রির জন্য দেওয়া হয়েছে।
370