মানিকগঞ্জ প্রতিনিধি:
একাত্তরের ঘা’তক দালাল নি’র্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বিএনপি জামায়াতের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমরা ২০০১ সালে বিএনপি জামায়াত জোটের গণতন্ত্র দেখেছি। তখন তাদের কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়সহ মুক্তিযু’দ্ধের পক্ষের লোকজনকে হ’ত্যা নির্যা’তন করেছে। জামায়াতের কারণে আজ বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে জেলা একাত্তরের ঘা’তক দালাল নি’র্মূল কমিটির নারী, ছাত্র ও আইনজীবী ফ্রন্টের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, ৭ জনের মৃ’ত্যুদ’ণ্ডের রায়ের মধ্য দিয়ে দেশে জ’ঙ্গি নি’র্মূল হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। জামায়াতের রাজনীতি দেশে থাকবে আর দেশ থেকে জঙ্গি’বাদ নি’র্মূল হবে এটা ভাবারও কোনো সুযোগ নেই। জ’ঙ্গিবাদের কারখানা নি’র্মূল করে জঙ্গি’বাদের প্রশয়দাতা ও মদতদাতাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সঙ্গে জামায়াতের রাজনীতি বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, নানা প্রতিব’ন্ধকতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দল ও দেশ গঠন করতে চান সেভাবে পারছেন না। আওয়ামী লীগের নেতারা কে কী বললো, তাতে কান না দিয়ে শেখ হাসিনার পাশে সব সময় আমাদের থাকা উচিত।
সমাবেশে বক্তারা বিএনপির রাজনীতিতে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে জ’ঙ্গিবাদে মদদ দিয়ে দেশক অ’শান্ত করার বিষয়গুলো তুলে ধরেছেন। জেএমবিসহ বিভিন্ন জ’ঙ্গিগোষ্ঠীর উত্থানের প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়।
নারী নেত্রী লক্ষী চ্যার্টাজির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- একাত্তরের ঘা’তক দালাল নি’র্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, একাত্তরের ঘা’তক দালাল নি’র্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তুরীন আফরোজ,
মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, একাত্তরের ঘা’তক দালাল নি’র্মূল কমিটির জেলার সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন, অধ্যক্ষ উর্মিলা রায় প্রমুখ।
1.3K